ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৬ দুপুর

শুভশ্রীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ নিয়ে থানায় রাজ

শুভশ্রীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ নিয়ে থানায় রাজ,ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যখন বিশৃঙ্খলা ও দায়দায়িত্ব নিয়ে উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময়ই মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলাকে কেন্দ্র করে ভয়াবহ ট্রলের মুখে পড়লেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার মেসিভক্তদের উপচে পড়া ভিড়ের মাঝেই অনুষ্ঠান মঞ্চে ফুটবল তারকার পাশে দেখা যায় শুভশ্রীকে। পরে সেই ছবি নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। আর তাতেই যেন শুরু হয় আক্রমণ। একের পর এক কটূক্তি, কুরুচিকর মন্তব্যে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। এমনকি শুভশ্রীর শারীরিক গঠন ও সন্তান নিয়েও আপত্তিকর মন্তব্য করতে ছাড়েননি সমালোচকরা।এই ঘটনায় স্ত্রীর পাশে দাঁড়িয়ে রবিবার সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দেন রাজ চক্রবর্তী। এরপর রবিবার রাতেই টিটাগড় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তারকা বিধায়ক। রাজ চক্রবর্তীর অভিযোগ, একজন নারীকে উদ্দেশ্য করে যেভাবে নোংরা ইঙ্গিত, কুৎসা ও ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। 

তিনি বলেন, শুভশ্রীর শারীরিক গঠন, সন্তান নিয়ে কটাক্ষ করা হচ্ছে। যারা এই ভাষা ব্যবহার করছে, তাদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্তও থাকতে পারে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার ৫৪ বছরেও মেলেনি জহুরার বীরাঙ্গনার সরকারি স্বীকৃতি

বিজয়ের মাসে দেশের গান নিয়ে ব্যস্ত ইয়াসমিন লাবণ্য

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রেকর্ড পরিমাণ মাছ রপ্তানি

‘ড্রাইভিং সিটে বউ শ্বাশুড়ি’তে ডলি জহুর ও দীপা

হয়তো জানতেও পারবো না, মা কবে মারা গেছেন: সু চির ছেলে কিম

আমাদের এমন একজন প্রয়োজন যিনি রাস্তা চেনেন এবং সেই রাস্তায় নিয়ে যাবেন : ববিপ্রবি ভিসি ড. কুদরত-ই-জাহান