বিজয়ের মাসে দেশের গান নিয়ে ব্যস্ত ইয়াসমিন লাবণ্য
অভি মঈনুদ্দীন ঃ ইয়াসিমন লাবণ্য, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের অন্যতম ব্যস্ততম সঙ্গীতশিল্পী। প্রতিনিয়তই তিনি সরাসরি গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন, উপস্থাপনা কিংবা নৃত্য পরিবেশনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি মূল চাকুরী হিসেবে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র নৃুত্যশিল্পী হিসেবে ব্যস্ততা রয়েছেই।
এরইমধ্যে গত শনিবার রাত ১০৩.০ মিনিট থেকে রাত প্রায় দুটো পর্যন্ত ‘গ্লোবাল টিভি’তে সরাসরি গানের অনুষ্ঠানে ইয়াসমিন লাবণ্য সঙ্গীত পরিবেশন করেন। তাসনুভা মোহনার উপস্থাপনায় লাবণ্য’র সঙ্গে এই আয়োজনে সহশিল্পী ছিলেন ২০১৭- এর সেরাকন্ঠখ্যাত শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তরিক মৃধা। লাবণ্য’র একক গান এবং তরিক মৃধার সঙ্গে দ্বৈত গান শ্রোতাদের ভীষণ মুগ্ধ করে। যে কারণে লাবণ্য’র কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা অনুরোধের গানও গেয়ে শোনান লাবণ্য। লাবণ্য দেশের গানগুলো এতোটাই সুরে এবং আন্তরিকতার সাথে গাইছিলেন যে উপস্থাপক এক সময় বলতে বাধ্য হনয় যে, অন্যশিল্পীর গান গাইবার আগে তিনি সেই গান বহুবার শুনে রপ্ত করে তারপরই গেয়ে থাকেন। যেহেতু বিজয়ের মাস, আগামীকাল বিজয় দিবস। তাই বিজয় দিবসকে ঘিরেই লাবণ্য’র ব্যস্ততা।
এদিকে বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৭ ডিসেম্বর বাংলাভিশনেও রাতে সরাসরি গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন লাবণ্য।
আরও পড়ুনলাবণ্য বলেন, ‘যেহেতু বিজয়ের মাস চলমান, তাই যখন যে চ্যানেলেই গান গাওয়ার প্রসঙ্গ আসছে , আমাকে দেশের গানই গাইতে হচ্ছে। যথারীতি বাংলাভিশনেও আমাকে প্রায় ১৮টি দেশের গান গাইতে হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। সত্যি বলতে কী, বছরজুড়েতো নানান ধরনের অনুষ্ঠানে সাধারনত আধুনিক গানই গাওয়া হয়ে থাকে। স্বাধীনতা দিবস কিংবা একুশে ফেব্রুয়ারি কিংবা বিজয় দিবস উপলক্ষ্যে দেশের গানই গাওয়ার সুযোগ হয়। সেই সময়টাতে প্রিয় শিল্পী শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডাম কিংবা শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম’সহ সামিনা আপা, রুমানা আপা’সগ আরো অন্যান্যদের কন্ঠের জনপ্রিয় দেশের গানগুলো পরিবেশনা করার সুযোগ হয়। সত্যি বলতে কী তারা এতো এতো সুন্দর সুন্দর দেশের গান গাইবার সুযোগ পেয়েছেন সেই হিসেবে আমরা এই প্রজন্মের শিল্পীরা সত্যিই গতভাগা। আমাদের ভাগ্যে তেমন কোনো দেশের গানই নেই।’
এদিকে গত বুধভার বাংলাদেশ বেতারের সরাসরি গানের অনুষ্ঠান ‘ইউফোনি’তে ইয়াসমিন লাবণ্য’র অতিথি ছিলেন নন্দিত সঙ্গীতশিল্পী ড. প্রিয়াঙ্কা গোপ।
মন্তব্য করুন




_medium_1765800506.jpg)




