পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি কার্যালয়ে ককটেল হামলার মামলায় আ’ লীগ নেতা গ্রেফতার
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় জাহিদুল ইসলাম (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার ভাঙ্গুড়া ইউপি’র কৈডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ১১মে গভীর রাতে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।
আরও পড়ুনবিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত জাহিদুলকে আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন



_medium_1765719036.jpg)



