দিনাজপুরের পার্বতীপুরে দুই ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ৫ লাখ টাকা জরিমানা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই ইটভাটার চিমনি উচ্ছেদ এবং আরেক ইটভাটা মালিকের পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেছে। জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয় উপজেলার পলাশবাড়ী ও হামিদপুর ইউনিয়নের ৩টি ইট ভাটায়।
অভিযানে নেতৃত্ব দেন, পরিবেশ অধিদপ্তর মনিটরিং ও এনফোর্সমেন্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল, প্রসিকিউটর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু, রিসার্চ অফিসার রুনায়েত আমিন রেজা, সেনাবাহিনী, র্যাব-১৩, পার্বতীপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দল।
অভিযানে মেসার্স ভাই ভাই ব্রিকস কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ৫ লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া মেসার্স এআরবি ব্রিকস ও মেসার্স সততা ব্রিকস নামক দুই ইটভাটার চিমনি সম্পূর্ণভাবে ভেঙে দেয়া হয়।
আরও পড়ুনপরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ সুরক্ষায় নিয়মিতভাবে অভিযান চলবে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।
মন্তব্য করুন







