ভিডিও বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৬ রাত

বগুড়ায় গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার

বগুড়ায় গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: বগুড়ায় ৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গতকাল মঙ্গলবার ও আজ বুধবার (১০ ডিসেম্বর) বগুড়া শহর ও মোকামতলায় পৃথক অভিযান চালিয়ে তাদে কে গাঁজাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, বগুড়া শহরতলির বারপুর মধ্যপাড়া এলাকার ওসমান প্রামানিকের এর ছেলে রফিকুল ইসলাম ওরফে পমা (৫৮), পাবনার আমিনপুর থানার দারিয়াপুর এলাকার ইউসুফ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০), ও লালমনিরহাটের আদিতমারী থানার পূর্ব ভেলাবাড়ী এলাকার আজিজুল হকের ছেলে আব্দুল করিম (২৬)।

পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বগুড়ার বারপুর এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ কারবারি রফিকুল ইসলামকে গ্রেফতার করে। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে ৫ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন

এদিকে, একই সময়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র’র সদস্যরা শিবগঞ্জের মুরাদপুর মীর রুবেল ফিলিং স্টেশনের সামনের সড়কে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ১ কেজি গাঁজাসহ রবিউল ইসলামকে গ্রেফতার করে।

অপরদিকে, একই স্থানে রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে আরও ১ কেজি গাঁজাসহ আব্দুল করিম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় পৃথক মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি জ্বরে কাঁপছে কলকাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

লালমনিরহাটে দিন দিন বেড়েই চলেছে শীতের প্রকোপ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন ব্যবসায়ী নেতা রুবেল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

রংপুরের কাউনিয়ায় মামাতো ভাইয়ের লাঠির আঘাতে ফুফাতো ভাইয়ের মৃত্যু