ভারতকে হারানোর ২ কোটি টাকা পুরস্কার পেলেন হামজারা
স্পোর্টস ডেস্ক : ২০০৩ সালের পর গত ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ২২ বছর পর ভারতকে হারানোয় ফুটবল দলের জন্য ড্রেসিংরুমে তাৎক্ষণিকভাবে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই পুরস্কারের টাকা অবশেষে জামাল ভূঁইয়াদের দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সংস্থার পরিচালক প্রশিক্ষণ লাবণী চাকমার কাছ থেকে চেক গ্রহণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ম্যানেজার আমের খান ও বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
২৩ ফুটবলার ও কোচসহ ৭ অফিসিয়ালকে ৭ লাখ টাকা করে পুরস্কার দিয়েছে ক্রীড়া পরিষদ। এতে মোট পুরস্কারের অর্থের পরিমাণ ঘোষিত ২ কোটি টাকার চেয়ে ১০ লাখ টাকা বেশি।
আরও পড়ুনপুরস্কারের জন্য বাফুফে জাতীয় ক্রীড়া পরিষদকে ৪০ জনের একটি তালিকা দিয়েছিল। সেখান থেকে ভারত ম্যাচের স্কোয়াডের ২৩ ফুটবলার ও ৭ জনের নামে চেক তৈরি করে ক্রীড়া পরিষদ। বাদ পড়েছেন মিডিয়া ম্যানেজার, ফিজিও, ডাক্তার ও টিম অ্যাটেন্ডেন্ড।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1765370139.jpg)




