প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৭ বিকাল
বিপিএলে খেলতে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হায়দার আলী
হায়দার আলী
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ব্যাটার হায়দার আলীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সেপ্টেম্বরে ম্যানচেস্টারে তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলেননি তিনি। এমনকি ধর্ষণ মামলায় নির্দোষ সাব্যস্ত হওয়ার পরও নিষিদ্ধ ছিলেন তিনি।
পিসিবি বুধবার নিশ্চিত করেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য ৯ জনকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে তারা। এদের মধ্যে আছেন হায়দার। বোর্ডের এক সূত্র বলেছেন, ‘২৩ জানুয়ারি পর্যন্ত খেলতে অনুমতি দেওয়া হয়েছে খেলোয়াড়দের।’
আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে খেলা হায়দার পাকিস্তান শাহিন্সের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। পরে এক জন্মসূত্রে ব্রিটিশ পাকিস্তানি নারী তার বিরুদ্ধে ম্যানসিটি পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করেন।
তদন্তের ফলের অপেক্ষায় থেকে পিসিবি হায়দারকে নিষিদ্ধ করে। তবে বিষয়টি আদালতে পাঠানো কিংবা ক্রিকেটারকে গ্রেপ্তার করার জন্য যথেষ্ট প্রমাণ না পাওয়ায় ২৫ সেপ্টেম্বর ম্যানসিটি পুলিশ এই মামলা বন্ধ করে দেয়।
বিপিএলে খেলতে পিসিবির এনওসি পাওয়া অন্য খেলোয়াড় হলেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, শাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, খাজা নাফাই ও এহসানউল্লাহ।
তবে উমর আকমলকে এনওসি দেয়নি বোর্ড। সিদ্ধান্তে কারণ জানতে তিনি বোর্ডের কাছে আবেদন করেছেন, ‘আমি কারণ জানি না। কিন্তু খুব ভালো চুক্তি হারালাম। কারণ এনওসির জন্য বোর্ড আমার আবেদন খারিজ করে দিয়েছে।’
মন্তব্য করুন




_medium_1765370139.jpg)

