ভিডিও বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৮ দুপুর

পদত্যাগ না করে সংবাদ সম্মেলনে যা জানালেন আসিফ

পদত্যাগ না করে সংবাদ সম্মেলনে যা জানালেন আসিফ, ছবি: সংগৃহীত।

সংবাদ সম্মেলন করলেও পদত্যাগ করার ঘোষণা দিলেন না আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। তবে সংবাদ সম্মেলনে নিজের মন্ত্রণালয়ের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছেন তিনি। পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেছেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। যদিও মনে করা হয়েছিল যে, সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিতে পারেন তিনি। ২০২৪ সালের জুলাই বিপ্লবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই তরুণ ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালন করছেন।এদিন সংবাদ সম্মেলনে আসিফ বলেন, নির্বাচন করব, তবে কোন দল থেকে করব তা পরে জানাব। পদত্যাগের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে তার সরে দাঁড়ানোর গুঞ্জন চলছিল অনেক আগে থেকেই। এমন প্রেক্ষাপটে আসিফ মাহমুদ আজ বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডাকেন। মনে করা হয়েছিল, আজ পদত্যাগের ঘোষণা দিবেন তিনি। তবে সেটা না করে তার সময়ে কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে সেগুলো তুলে ধরেন আসিফ মাহমুদ।

এর আগে মঙ্গলবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সমসাময়িক বিষয় নিয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বুধবার বিকেল ৩টায় প্রেস ব্রিফিং করবেন তিনি।

আরও পড়ুন

মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এদিন সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ের কথা বলা হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দেবেন আসিফ মাহমুদ। সেই ঘোষণা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের বলে মনে করা হচ্ছিল।

এদিকে, আজ বুধবার প্রাথমিকভাবে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে ছাত্র-তরুণদের রাজনৈতিক জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ না করে সংবাদ সম্মেলনে যা জানালেন আসিফ

পরিবেশ আইন বাস্তবায়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান

দুই মাসে ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

দলে না রাখায় ভারতীয় কোচকে হত্যাচেষ্টা তিন ক্রিকেটারের!

ভূখণ্ড ছেড়ে দিতে আগ্রহী নয় কিয়েভ, বিকল্প প্রস্তাব পাঠাচ্ছে জেলেনস্কি