রংপুরের তারাগঞ্জে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: তারাগঞ্জে উর্বর কৃষি জমি থেকে মাটি কাটার ঘটনায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর দোয়ালিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন, নবাগত উপজেলার নির্বাহী অফিসার মোনাববর হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার আলমপুর ইউনিয়নে খেয়াল-খুশিমতো অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগের সত্যতা পেয়ে শরিফ উদ্দিন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলার নির্বাহী অফিসার মোনাববর হোসেন।
এসময় ২ জন ট্রাক্টর চালককে আটক করা হলেও ভবিষ্যৎতে এমন অপরাধের পুনরাবৃত্তি করবে না মর্মে মুচলেকা গ্রহণ করে তাদের দায় হতে অব্যাহতি দেয়া হয়। উপজেলার নির্বাহী অফিসার মোনাববর হোসেন বলেন, ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা অবৈধ।
আরও পড়ুনএতে ফসলি জমির ক্ষতি হয়। জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। অবৈধ মাটি উত্তোলন বন্ধে ও কৃষি জমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

_medium_1765037286.jpg)





