বগুড়ার সোনাতলায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় আজ শনিবার (৬ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি বাস্তবায়নে কর্মবিরতি পালন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর মূল ফটকে সকাল ৯ টা থেকে বেলা ৫টা পর্যন্ত কর্ম বিরতি পালন করা হয়।
এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র সংগঠনের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম, আছালত জামান, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, জাফরুল ইসলাম, মাবিয়া, রুহী, রাবেয়া খাতুন, শ্যামল কুমার লাহিড়ী, কামাল উদ্দিন, মেহেরুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তাগণ বলেন, অনতিবিলম্বে তাদের দাবি বাস্তবায়ন করে তাদেরকে দায়িত্ব পালনে ফিরে যাওয়ার আহ্বান জানান।
আরও পড়ুনমন্তব্য করুন




-674c8e0a316a3_medium_1765031829.jpg)



