ভিডিও শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪১ রাত

এনসিএল ৪ দিনের ম্যাচ

সৌম্যর ফিফটিতে ৯ উইকেটে ৩০২ করেছে খুলনা

সৌম্যর ফিফটিতে ৯ উইকেটে ৩০২ করেছে খুলনা

স্পোর্টস রিপোর্টার : ২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এ এবারের মৌসুমে এনসিএল বগুড়া ভেন্যুর চারদিনের শেষ ম্যাচ আজ শনিবার (৬ ডিসেম্বর) শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রথমে ব্যাট করে সৌম্য সরকারের ফিফটির উপর ভর করে দিন শেষে ৯ উইকেটে ৩০২ রান তুলেছে খুলনা।

সকালে টসে জিতে রংপুর বিভাগের অধিনায়ক খুলনাকে ব্যাট করতে পাঠায়। দুই ওপেনার অমিত মজুমদার এবং সৌম্য সরকার শুরু থেকেই রংপুরের বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাট চালাতে থাকেন। দলীয় ৯৭ রানে প্রথম উইকেটের পতন ঘটে খুলনার। ৫৫ বলে ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে ৫৬ রান করে নাসির হোসেনের বলে সরাসরি বোল্ড হন সৌম্য। এরপর ১০৮ রানের মাথায় অমিত মজুমদার (২৭) এবং এনামুল হক বিজয় (৬) আউট হলে প্রচন্ড চাপে পড়ে খুলনা।

দল নায়ক মিথুন এবং উইকেট কীপার ব্যাট সম্যান ইমরানুজ্জামান সতর্কতার সাথে ব্যাট চালিয়ে দলকে ১৬৪ রানে পৌঁছে দেন। মুহাম্মাদ মিথুন দলীয় ১৬৪ রানে সাজ ঘরে ফেরার পর ইমরানুজ্জামান (৩৪), আফিফ হোসেন (২১), জিয়াউর রহমান (৩৬), নাহিদুল ইসলাম (৩০), মেহেদী হাসান রানার (২৮) রানে ভর করে দলীয় স্কোর ৩০০ অতিক্রম করে।

প্রথম দিন শেষে খুলনার স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ৩০২ রান। খুলনার নাসির হোসেন সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেন। এছাড়া মুকিদুল ইসলাম ও সোহেল রানা ২টি করে উইকেট শিকার করেন।

আরও পড়ুন

সংক্ষিপ্ত স্কোর: খুলনা: ১ম ইনিংস- ৩০২/৯, সৌম্য ৫৬, জিয়াউর রহমান ৩৬, ইমরানুজ্জামান ৩৪, নাসির ৩/৬৭, মুকিদুল ২/৬৮, সোহেলরানা ২/৫০।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌম্যর ফিফটিতে ৯ উইকেটে ৩০২ করেছে খুলনা

কুষ্টিয়ার বিষাক্ত অ্যালকোহল পানে কলেজছাত্রের মৃত্যু

বগুড়ার ধুনটে আখেরী মোনাজাতে মাধ্যমে ইজতেমা সমাপ্ত

ক্ষমা চাইলেন স্বস্তিকা

খালেদা জিয়া নিজের ও পরিবারের কথা না ভেবে, দেশের কল্যাণের কথা ভেবেছে : রেজাউল করিম বাদশা

৭ দিন পর গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ