ভিডিও শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৩ বিকাল

বগুড়ায় বাথরুমে পড়েছিল নারী প্রভাষক সিধি‘র মরদেহ

বগুড়ায় বাথরুমে পড়েছিল নারী প্রভাষক সিধি‘র মরদেহ

স্টাফ রিপোর্টার : ভাড়াবাসার বাথরুম থেকে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের নারী প্রভাষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২ দিকে বগুড়া শহরের চক ফরিদ এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফাবিয়া তাসনিম সিধি (২৯) সরকারি শাহ সুলতান কলেজের প্রাণি বিদ্যা বিভাগের প্রভাষক ছিলেন। ৪১ তম বিসিএস পরিক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি বগুড়া সরকারি শাহসুলতান কলেজে দেড় বছর আগে যোগদান করেছিলেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান এতথ্য নিশ্চিত করে জানান, অবিবাহিত ফাবিয়া তাসনিম সিধি বগুড়া শহরের চক ফরিদ এলাকায় ডা. রাশেদুল হাসানের বাড়ির তিন তলায় ভাড়া বাসায় তার মা সারাবান তহুরার সাথে বসবাস করতেন।

কয়েকদিন আগে তার মা গ্রামের বাড়ি ময়মনসিংহে যান। বৃহস্পতিবার দুপুরের পর থেকে মেয়ের ফোন রিসিভ না হওয়ায় তার মা রাত ১০ টার দিকে বগুড়ায় ওই বাসায় আসেন। অনেক ডাকাডাকি করে মেয়ে দরজা না খোলায় তিনি পুলিশে সংবাদ দেন। পরে পুলিশ সেখানে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে বাসার বাথরুমে ফাবিয়া তাসনিম সিধির মরদেহ দেখতে পান।

আরও পড়ুন

পুলিশ জানায়, নিহতের নাক দিয়ে রক্ত ঝরছিল এবং মাথার পিছনে আঘাতের চিহ্ন ছাড়াও জিহ্বাতে দাঁত দিয়ে কামড় দেয়া ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান বলেন, ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারন নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বাথরুমে পড়েছিল নারী প্রভাষক সিধি‘র মরদেহ

"আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই"

ভৈরবে গ্যাস সিলিন্ডারের আগুনে শিশুসহ দগ্ধ ১৫

দুর্দান্ত জয়ে সমতায় ফিরল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এলো ৬১ হাজার মেট্রিক টন গম

মেডিকেল টেকনোলজিস্টদের কাজে ফেরার নির্দেশ, না মানলে ব্যবস্থা