ভিডিও বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৫, ০৯:৪০ রাত

ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের সৌজন্যে ১২’তম ব্যাণ্ড ফেস্ট

ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের সৌজন্যে ১২’তম ব্যাণ্ড ফেস্ট

বিনোদন ডেস্ক : আগামী ১ ডিস্মেব অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আই ব্যান্ড ফেস্টের ১২তম আসর। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আই স্টুডিওতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার দেশের ১২টি ব্যান্ড চ্যানেল আই স্টুডিও থেকে দিনব্যাপী পারফর্ম করবে। আগামীতে অনেকবড় পরিসরে ব্যান্ড ফেস্ট উদযাপনের পরিকল্পনার কথাও জানানো হয়।

সংবাদ সম্মেলনে দেশের নামকরা ব্যান্ড সংশ্লিষ্টরা ছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তাপ্রধান, পরিচালক শাইখ সিরাজ, ব্যান্ড সংগীতশিল্পী ফুয়াদ নাসের বাবু, ইনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশীষ কুমার চক্রবর্তী।

শাইখ সিরাজ বলেন, তারুণ্যকে জাগিয়ে তোলে ব্যান্ড সংগীত। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ব্যান্ডের শুরুর দিকে পথচলা সহজ ছিল না। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের ব্যান্ডগুলো আজকে এই অবস্থায় এসেছে। আমরা চ্যানেল আই থেকে প্রতিবারই প্রয়াত আইয়ুব বাচ্চুর চাওয়াকে সম্মান জানিয়ে দিনটি বিশেষভাবে পালন করার চেষ্টা করি।

তিনি বলেন, আগামীতে অনেক বড় পরিসরে দিনটি পালনের পরিকল্পনা আমাদের রয়েছে। সেইসঙ্গে ব্যান্ডের গুণী মানুষদের সম্মান জানানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। আমরা চ্যানেল আই থেকে এই আয়োজন প্রায় একযুগ ধরে পালন করছি। আমি মনে করি, জাতীয়ভাবে ব্যান্ডের জন্য যদি একটি দিন পালন করা যায়, তাহলে আরও ভালো হয়। আশা করি, সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় রাখবে।

১২তম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে। এর ব্যবস্থাপনা পরিচালক আশীষ চক্রবর্তী মনে করেন, ফেসবুকে বুঁদ হয়ে থাকা তরুণ সমাজকে জাগ্রত করতে এই ব্যান্ড ফেস্টের দরকার আছে।

তিনি বলেন, এককথায় বর্তমানে তরুণ প্রজন্মের জন্য এমন আয়োজন খুব দরকার। যা বছরে একটি দিন চ্যানেল আই সেলিব্রেট করা। এই আয়োজনে যুক্ত থেকে আমরা গর্বিত। আমাদের হাসপাতাল শিল্পী বান্ধব হাসপাতাল। চ্যানেল আইয়ের কাছে আমি দাবী জানাই, আইয়ুব বাচ্চু মিউজিক এওয়ার্ড চালু করা যায় কিনা! এবার যে ১২টি ব্যান্ড পারফর্ম করবে সেগুলো হচ্ছে উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, তরুণ, মেহরীন, অবসকিউর, ফিডব্যাক, নির্ঝর, স্টার লিং, সিফোনি, নোভা, ডিফারেন্ট টাচ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-মহিমাগঞ্জ ৭১ কিমি রেলপথে ৩৬টি  অরক্ষিত লেভেলক্রসিং যেন মৃত্যুফাঁদ

ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের সৌজন্যে ১২’তম ব্যাণ্ড ফেস্ট

মেহেরপুরে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

চাকরির আশায় বসে না থেকে নিজের পায়ে দাঁড়াতে হবে 

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হলেন নন্দীগ্রামের রোহান  

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা সারাদেশে দোয়া