ভিডিও শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৫, ১১:৪০ রাত

উত্তরবঙ্গের মেয়েদের খেলাধুলায় পাফর্মেন্স দারুণ : আসিফ আকবর

উত্তরবঙ্গের মেয়েদের খেলাধুলায় পাফর্মেন্স দারুণ : আসিফ আকবর। ছবি : দৈনিক করতোয়া

কুড়িগ্রাম ও গাইবান্ধা প্রতিনিধি: কুড়িগ্রামে সংক্ষিপ্ত সফরে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আসিফ আকবর বলেছেন, উত্তরবঙ্গের মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ অনেক বেশি। এখানকার মেয়েরা হ্যান্ডবল, ভলিবল, ফুটবল ও ক্রিকেটে দারুণ পারফর্ম করছে। তাই তাদের টপ প্রায়োরিটিতে রেখে ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হবে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে নারীদের ড্রেসিং রুম সংকট পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসিফ বলেন, প্রায় ৮ মাসে ১৫ থেকে ২২টি ম্যাচ আয়োজন করতে পারে এ জন্য সার্ভে চলছে।

জাতীয় পর্যায়ে বয়সভিত্তিক ৬ থেকে ৭টি টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া এগিয়ে চলছে। ১৪ থেকে ১৮ বছর বয়সী খেলোয়াড়দের উন্নয়নে ভেন্যু পরিদর্শনের অংশ হিসেবে তিনি দুপুরে জেলা স্টেডিয়ামে আসেন। খেলোয়াড়দের অনুশীলনের সকল সুযোগ-সুবিধা ঠিক আছে কিনা তা ঘুরে দেখেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

দুপুরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে সংক্ষিপ্ত সফরকালে খেলোয়াড়, ক্রীড়াবিদ ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা।

এদিকে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় পৌর শহরের শচীন চাকী সড়কে অবস্থিত স্টেডিয়াম ঘুরে দেখেন তিনি।

শেষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়ামের হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিসিবি পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, বিবিসির আম্পায়ার শাকির, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, বিসিবির কাউন্সিল শহিদুজ্জামান শহিদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য উজ্জ্বল চক্রবর্তী প্রমুখ।

মতবিনিময় সভায় বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, গাইবান্ধা স্টেডিয়াম মোটামুটি ভালো পর্যায়ে আছে। ক্রিকেটের দিক থেকে এখানে অপার সম্ভাবনা রয়েছে। তবে কিছু চাহিদা আছে। ঘাস কাটার মেশিন, রোলার, মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর খেলার জায়গা, প্রশিক্ষণ অবকাঠামো, একাডেমিক সুবিধা ও জেলা পর্যায়ে উন্নয়নের জন্য প্রয়োজনীয় সংস্কার। এসব প্রয়োজনীয় উপকরণ খুব শিগগিরই বিসিবির মাধ্যমে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পাকিস্তান, প্রতিপক্ষ বাংলাদেশ

ঝুঁকিপূর্ণ হল সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম

নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন আকবর আলী

ভূমিকম্পে রাজধানীর ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ

উত্তরবঙ্গের মেয়েদের খেলাধুলায় পাফর্মেন্স দারুণ : আসিফ আকবর