বগুড়ায় ২৭শ’ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ২৭শ’ পিস ইয়াবাসহ আব্দুল ওয়াহাব (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে শহরের সেউজগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি আব্দুল ওয়াহাব কাহালু উপজেলার যোগীর ভবন এলাকার মৃত আব্দুল বাছেদের ছেলে সে বর্তমানে বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাট এলকায় বসবাস করে।
বগুড়া জেলা গোয়েন্দা কার্যালয় সূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার এসআই শামীম আহমেদ এর নেতৃত্বে একটি অভিযানিক দল বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় নীল রঙের প্লাস্টিকের ঝুড়ির তলায় অতিরিক্ত প্লাস্টিকের প্রলেপ দিয়ে কৌশলে লুকায়িত অবস্থায় বহনকালে ২ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ আব্দুল ওয়াহাবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আদালতে দু’টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় গ্রেফতারৃকত মাদক কারবারির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন








_medium_1763734391.jpg)
