বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে হবে : এড. মাহবুবর রহমান
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বগুড়া পৌরসভার সাবেক মেয়র এড. একেএম মাহবুুবর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বগুড়া-৭ আসনে দেশের মধ্যে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে হবে। এ লক্ষ্য অর্জনে বিএনপির প্রতিটি নেতাকর্মিকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে খালেদা জিয়ার সালাম পৌঁছে দিতে হবে। আজ শুক্রবার (২১ নভেম্বর) শাজাহানপুরের নিশ্চিন্তপুর শহীদ জিয়া একতা ক্লাবের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী ও নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশারের সভাপতিত্বে এবং ক্লাবের সভাপতি তবিবর রহমান তবি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস চাঁন, ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা শাহিন আহম্মেদ, তাজুল ইসলাম মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সমাজ সেবক জাহেদুর রহমান, আমিনুল ইসলাম মুন্না। অনুষ্ঠান শেষে অতিথি ও ক্লাবের সদস্যবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
মন্তব্য করুন







_medium_1763734391.jpg)

