ভিডিও শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৫, ১১:১০ রাত

বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ৩নং প্লাটফর্মে এই ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় কোথাও যাওয়ার উদ্দেশ্যে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে আসেন ওই ব্যক্তি। সন্ধ্যা সাড়ে ৭ টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩নং প্লাটফর্মে রাজশাহী গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি এসে দাঁড়ায়। এসময় তিনি ২নং প্লাটফর্ম থেকে রেললাইনে দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করার সময় অসাবধানবসত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। তার পড়নে ছিলো কালো প্যান্ট ও চেক টিশার্ট।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। পিবিআইকে জানানো হয়েছে। পরিচয় সনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। শীগ্রই পরিচয় পাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পাকিস্তান, প্রতিপক্ষ বাংলাদেশ

ঝুঁকিপূর্ণ হল সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম

নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন আকবর আলী

ভূমিকম্পে রাজধানীর ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ

উত্তরবঙ্গের মেয়েদের খেলাধুলায় পাফর্মেন্স দারুণ : আসিফ আকবর