স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে চার উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ বামহাতি স্পিনার তাইজুল ইসলাম। তার ঘূর্ণিতে চাপে পড়ে প্রতিপক্ষ ব্যাটাররা, ম্যাচের দিকও ঘুরে যায় বাংলাদেশের পক্ষে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের বোলিং, পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।
তাইজুল বলেন, ‘আমার লক্ষ্য ছিল। কিন্তু কতদূর যাবো সেটা তো ভাবিনি। তবে চেষ্টা করব অনেকদূর যাওয়ার। জাতীয় দলে পারফরম্যান্স করতে হয়। এটা পারফরম্যান্সের জায়গা।’
তাইজুলের লক্ষ্য পারফরমেন্সের দিকে। এ ব্যাপারে তিনি বলেন, ‘হাইয়েস্ট উইকেট টেকার হবো কি না জানি না। তবে আমার মধ্যে ধারাবাহিকতা এসেছে, কনফিডেন্স এসেছে যে বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেকদিন দলে রাখবে। দুই বছর পর কি হবে, জানি না। এখানে পারফরম্যান্স কথা বলবে। যতদিন পারফরম্যান্স আছে, সুযোগ আছে। তাই আমার ফোকাস পারফরম্যান্সের দিকে।’
তাইজুল আন্ডাররেটেড কিনা, এ ব্যাপারে তিনি বলেন, ‘এগুলো আসলে মিডিয়ার মাধ্যমেই বেশি ছড়ায়। আমার মনে হয় যে এগুলো ছড়ানো ঠিক না। তাইজুল তাইজুল ই।’
সাকিব আল হাসানের ব্যাপারেও প্রশংসা করেন তাইজুল। তিনি বলেন, ‘আমি সাকিব ভাইকে কি দিতে পেরেছি জানি না। তিনি দলকে অনেক কিছু দিয়েছেন। যতদিন তিনি দলে ছিলেন, দলকে দিয়েছেন। তিনি দীর্ঘদিন র্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন। এটা তো আর এমনি এমনি না। অবশ্যই তার সেই যোগ্যতা ছিল। আমরা চেষ্টা করেছি তার কাছ থেকে কিছু নিতে।’