ভিডিও শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৫, ০৮:১১ রাত

বগুড়ার ধুনটে একরাতে তিনটি অগ্নিকাণ্ড

বগুড়ার ধুনটে একরাতে তিনটি অগ্নিকাণ্ড

ধুনট (বগুড়া) প্রতিনিধি  : ধুনট উপজেলায় একরাতে পৃথক ৩টি অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ কৃষকের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে কৃষক পরিবারগুলোর বসতবাড়ি, আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পুড়ে সর্বশান্ত হয়ে পড়েছে। অগ্নিদগ্ধ হয়েছে এক কৃষকের ৩টি গরু। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহা গ্রামের পল্লী চিকিৎসক আবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম, মাসুদ রানা ও সুইট রানার বাড়িতে আগুনে পুড়ে প্রায় ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া গোসাইবাড়ি ইউনিয়নের ছোটদিয়ার গ্রামের মুনতাজ আলীর ছেলে শাহ আলীর বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।

ওই কৃষকের ৩টি গরু অগ্নিদগ্ধ হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় সাড়ে ৩ লাখ টাকা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ২টি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরদিকে একই রাতে উপজেলার পাকুড়িহাটা গ্রামের কৃষক পিয়ার আলীর খড়ের গাদায় আগুন লেগে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি বিড়ি-সিগারেটের আগুন থেকে সূত্রপাত হতে পারে বলে ধারনা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, ঘরের আসবাবপত্র, নগদ টাকা-পয়সা সব পুড়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। পরনের লুঙ্গি ছাড়া সবকিছু পুড়ে গেছে। আগুন আমাদের নিঃস্ব করে দিয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে অনেক সময় লাগবে। এজন্য তারা সরকারি সহায়তা কামনা করেছেন।

ধুনট ফায়ার সার্ভিসের ইনচার্জ মাছুদ পারভেজ বলেন, স্থানীয়দের মুঠোফোনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আনেন। পরে আমরা ঘটনাস্থলে পৌছে আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, পৃথক ২টি অগ্নিকান্ড বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং ১টি আগুনের ঘটনা বিড়ি-সিগারেটের আগুন থেকে সূত্রপাত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে যুবদল নেতা হত্যা মামলায় আটক ব্যক্তির ডিবি হেফাজতে মৃত্যু

বগুড়ার ধুনটে একরাতে তিনটি অগ্নিকাণ্ড

গাজীপুরে ভূমিকম্পের সময় কারখানা থেকে নামতে গিয়ে আহত ২০০

বগুড়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেফতার

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

‘মেয়েদের জীবনের থেকে ওড়না বেশি গুরুত্বপূর্ণ’