গাইবান্ধায় হত্যার পর যুবককে গাছে ঝুলানোর অভিযোগ প্রধান আসামি গ্রেফতার
রংপুর জেলা প্রতিনিধি : গাইবান্ধায় শ্বাসরোধে যুবককে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগে মামলা হওয়ায় র্যাবের যৌথ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা হত্যা মামলার প্রধান আসামিকে পাবনা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, ধৃত আসামি মোছা: শেফা বেগম বাদির তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী এবং ভিকটিম শরিফ রহমান শুভ’র সম্পর্কে সৎমা হয়। দীর্ঘদিন পূর্বে বাদি গ্রেফতারকৃত আসামিকে তালাক প্রদান করে। সেই ক্ষোভে গ্রেফতারকৃত আসামি ভিকটিমের ক্ষতি করার অপচেষ্টা করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগী আসামিগণ ভিকটিমকে অজ্ঞাতনামা স্থানে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে মৃত্যুকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য ভিকটিমকে গাছের ডালের সাথে ফাাঁসিতে ঝুলিয়ে রাখে।
পরবর্তীতে গাইবান্ধা সদর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়। আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের চৌকস আভিযানিক দল গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যৌথ অভিযান পরিচালনা করে পাবনা জেলার সদর থানার দিলালপুর এলাকা হতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গাইবান্ধার সাঘাটার পূর্ব অনন্তপুর গ্রামের মৃত আমির উদ্দিন মুন্সীর মেয়ে মোছা: শেফা বেগমকে(৪৫) গ্রেফতার করে।
র্যাব ১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন







