ভিডিও বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৫৯ রাত

পাবনার সুজানগরে লাউয়ের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

পাবনার সুজানগরে লাউয়ের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

সুজানগর (পাবনা) প্রতিনিধি: চলতি শীতের মৌসুমে পাবনার সুজানগরের চরাঞ্চলের জমিতে এবছর লাউয়ের বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকের মুখে হাসি দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সাগরকান্দী, নাজিরগঞ্জ, সাতবাড়ীয়া এবং ভায়না ইউনিয়নে রয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল। এসব চরাঞ্চলের জমিতে ধানপাট তেমন ভাল হয়না। তবে লাউ বেশ ভাল উৎপাদন হয়।

তাছাড়া লাউ আবাদে খরচ কম এবং ফলনও বেশ ভাল। ফলে চলতি শীতের মৌসুমে চরাঞ্চলের অধিকাংশ জমিতে অন্যান্য ফসলের পাশাপাশি ব্যাপকভাবে লাউ আবাদ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর ওই চারটি ইউনিয়নের চরাঞ্চলসহ উপজেলার ১০টি ইউনিয়নে ১শ’ ২০ হেক্টর জমিতে লাউ আবাদ করা হয়েছে। অনুকূল আবহাওয়া আর সঠিক সময়ে সার, বিষ দেওয়ায় অধিকাংশ জমিতে লাউয়ের বাম্পার ফলন হয়েছে।

উপজেলার গোপাল গ্রামের কৃষক আজমল হোসেন জানান, তিনি এবছর তার চরের ২বিঘা জমিতে লাউ আবাদ করেছেন। দুই বিঘা জমিতেই লাউয়ের ভাল ফলন হয়েছে। তাছাড়া বর্তমানে হাট-বাজারে লাউয়ের দামও বেশ ভাল। প্রতিটি লাউ ৬০ থেকে ৭০টাকা দরে বিক্রি হচ্ছে। এতে উৎপাদন খরচ বাদে প্রতি বিঘা জমির লাউ বিক্রি করে ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আসাদুজ্জামান জানান, এবছর শতাধিক কৃষক সরাসরি উপজেলা কৃষি বিভাগের পরামর্শক্রমে চরাঞ্চলের জমিতে লাউ চাষ করেছেন। তাদের প্রত্যেকের জমিতেই লাউয়ের বাম্পার ফলন হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরে লাউয়ের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

জয়পুুরহাটের পাঁচবিবির ছোট যমুনা থেকে জুনাঈদের লাশ উদ্ধার

বগুড়ায় ঋণ খেলাপি ব্যবসায়ী অরবিন্দ সাহাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

নীলফামারীর সৈয়দপুরে তাবলীগ জামাতের সাদপন্থী ও যোবায়েরপন্থীর সৃষ্ট বিরোধ নিষ্পত্তি

বগুড়ার কাহালুতে গভীর রাতে মোটরসাইকেল চুরি

ঢাবিতে কোনো গণরুম নেই, চাঁ/দা/বাজি নেই : সাদিক কায়েম | Daily Karatoa