ভিডিও বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৫, ০২:৩৬ দুপুর

বিশ্বকাপের টিকিট পেল স্পেন

বিশ্বকাপের টিকিট পেল স্পেন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে এসে অবশেষে গোল হজম করল স্পেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ঘরের মাঠে তুর্কির সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। পয়েন্ট ভাগাভাগি করলেও বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। 

সেভিয়ায় ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যায় স্পেন। কুকুরেলার পাস থেকে গোল করেন দারুণ ফর্মে থাকা ড্যানি ওলমো। তবে প্রথম হাফ শেষ হওয়ার আগে সমতায় ফেরে তুর্কি। কর্নার থেকে ডেনিজ গুল গোল করেন। বিশ্বকাপ বাছাইয়ে এটি ছিল স্পেনের প্রথম গোল হজম। ম্যাচের ৫৪তম মিনিটে আবারও গোল করে বসে তুর্কি। এবারের গোল স্কোরার সালিহ ওজকান। জাতীয় দলের হয়ে এটি তার প্রথম গোল। তবে সমতায় ফিরতে বেশি দেরি করেনি স্পেন। ৬২ মিনিটে ওয়ারজাবাল জালের দেখা পান।

এরপর আক্রমণের পসরা সাজিয়েও গোল করতে পারেনি স্পেন। যদিও একটি গোল অফ সাইডে বাতিল হয়ে যায়। তবে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় স্পেনকে। ‘ই’ গ্রুপের শীর্ষে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে তাদের। অপরদিকে, টেবিলের দুইয়ে থাকায় প্লে-অফে খেলার সুযোগ পাচ্ছে তুর্কি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে বিশ্বকাপে দ্বীপরাষ্ট্র কুরাসাও, ৫২ বছর পর হাইতি

তফসিলের পর ডিসি-এসপিদের লটারিতে বদলি চায় জামায়াত

বিশ্বকাপের টিকিট পেল স্পেন

গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

আজ বিশ্ব পুরুষ দিবস

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা