রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে সিইসি
রাজনৈতিক দলগুলোও সুষ্ঠু নির্বাচনের জন্য জাতির কাছে দায়বদ্ধ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা শুধু কমিশনের একার দায়িত্ব নয়, রাজনৈতিক দলগুলোও জাতির কাছে দায়বদ্ধ। ভোটারদের কেন্দ্রে আনতে দলগুলোকে ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জামায়াত ইসলামী-এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।
এর আগে গত বৃহস্পতিবার, রোববার ও সোমবার দুই সেশনে ১২টি করে মোট ৩৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি সংলাপ করেছে ইসি।
আরও পড়ুননতুন দুটি দল নিয়ে বর্তমানে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটির নিবন্ধন বাতিল রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







