বগুড়ার ধুনটে জি এম সিরাজের গাড়ি ভাংচুর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে সাবেক এমপি জিএম সিরাজের গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় বেলাল হোসেন (৪৫) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বেলাল হোসেন উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের আশরাফ আলীর ছেলে। সে উপজেলা যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক। গতকাল সোমবার রাত ৮টায় গোসাইবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জিএম সিরাজের গাড়ির বহরে হামলা চালিয়ে ২টি জীপ গাড়ি, ২টি মাইক্রোবাস ভাংচুর ও ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন।
আরও পড়ুনএ ঘটনায় ২০২৪ সালের ৭ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বেলাল হোসেনকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।
মন্তব্য করুন








