ভিডিও সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৪২ রাত

পাবনার সুজানগরে শীতের শুরুতেই অতিথি পাখি নিধন

পাবনার সুজানগরে শীতের শুরুতেই অতিথি পাখি নিধন

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে অবাধে অতিথি পাখি নিধন করা হচ্ছে। এক শ্রেণির অসাধু পেশাজীবী পাখি শিকারিসহ কতিপয় সৌখিন শিকারিরা নির্বিঘ্নে ওই পাখি নিধন করছে। জানা যায়, প্রতিবছর শীতের মৌসুম শুরু হতেই সুদূর সাইবেরিয়াসহ পৃথিবীর বিভিন্ন শীত প্রধান দেশ থেকে রাজহাঁস, চখা, পানকৌড়ি, শামখইল, পাতিহাঁস ও কাজলাদিঘিসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি একটু নিরাপদ আশ্রয় এবং ক্ষুদা নিবারণের জন্য ছুটে আসে উপজেলার গাজনার বিলসহ পদ্মা নদীর চরাঞ্চলে।

এ বছরও শীতের শুরুতেই ওই সকল পাখি গাজনার বিল ও পদ্মা নদীর চরাঞ্চলসহ আশপাশের বিলে আসছে।
গাজনার বিলপাড়ের শারীরভিটা গ্রামের বাসিন্দা হেদায়েত আলী জানান, বিলে অতিথি পাখি আসার পর থেকেই কতিপয় সৌখিন শিকারীসহ অসাধু পেশাজীবী পাখি শিকারিরা কারেন্ট জালের ফাঁদ পেতে অবাধে অতিথি পাখি শিকার করছে।

তারা কখনও দিনে আবার কখনও রাতে ওই সকল পাখি শিকার করে স্থানীয় হাট-বাজারে বিক্রি করছে। সেই সাথে সৌখিন শিকারিরাও মাঝে মধ্যে তাদের বৈধ বন্দুক দিয়ে বিল ও পদ্মা নদীর চরাঞ্চল থেকে অতিথি পাখি শিকার করছে। সৌখিন শিকারি অতিথি পাখির পাশাপাশি গ্রাম-গঞ্জে ঘুরে অবাধে দেশি পাখিও শিকার করে থাকে।

আরও পড়ুন

সরকারিভাবে অতিথি পাখি শিকার এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় শিকারিরা ইচ্ছামতো ওই পাখি শিকার ও বিক্রি করছে। এ ব্যাপারে সুজানগর থানার অফিসার ইনচার্জ মো. মজিবর রহমান বলেন, দ্রুত বিলে অভিযান চালিয়ে অতিথি পাখি শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরে শীতের শুরুতেই অতিথি পাখি নিধন

বগুড়ার ধুনটে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তোলার অভিযোগে তদন্ত, বেতন স্থগিত

মিষ্টি বিতরণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

নানা সুবিধাসহ চাকরি দিচ্ছে ওয়ালটন

আবেগ নিয়ন্ত্রণ করে জিততে হবে: কাবরেরা

ভুয়া খবরে ক্ষুব্ধ নোরা ফাতেহি