ভিডিও সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৩৩ রাত

বগুড়ার ধুনটে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তোলার অভিযোগে তদন্ত, বেতন স্থগিত

বগুড়ার ধুনটে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তোলার অভিযোগে তদন্ত, বেতন স্থগিত। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটের ইসলামপুর দাখিল মাদরাসার শরীর চর্চা শিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নেওয়ার অভিযোগের তদন্ত করা হয়েছে। আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত তিন সদস্যের তদন্ত কমিটি সরেজমিন ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় অভিযুক্ত শিক্ষকসহ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর উপস্থিত ছিলেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

মাদরাসা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের সাইদুর রহমান ২০১৪ সালের ২৫ ফ্রেরুয়ারি ইসলামপুর (ঈশ্বরঘাট) দাখিল মাদ্রাসায় শরীর চর্চা শিক্ষক পদে যোগদান করেন। তিনি কর্মস্থলে অনুপস্থিত থেকেও প্রতিমাসে নিয়মিত ভাবে বেতন ভাতা উত্তোলন করেন। এ ঘটনায় ৪ নভেম্বর দৈনিক করতোয়ার অনলাইনে ধুনটে কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তোলেন শিক্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

আরও পড়ুন

প্রকাশিত প্রতিবেদনটি আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার অভিযোগটি তদন্ত করার জন্য ৬ নভেম্বর তিন সদস্যের কমিটি গঠন করে দেন। এ ছাড়া ওই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের বেতন স্থগিত করেন।

তদন্ত কমিটির প্রধান ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুবুল হোসেন বলেন, অভিযোগটি সরেজমিন তদন্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মন বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তোলার অভিযোগে তদন্ত, বেতন স্থগিত

মিষ্টি বিতরণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

নানা সুবিধাসহ চাকরি দিচ্ছে ওয়ালটন

আবেগ নিয়ন্ত্রণ করে জিততে হবে: কাবরেরা

ভুয়া খবরে ক্ষুব্ধ নোরা ফাতেহি

বেশিক্ষণ না খেয়ে থাকলেই রক্তে শর্করা বেড়ে যায়