বাহার-সানীর হাত ধরে ‘বে হিলস’-এর যাত্রা
অভি মঈনুদ্দীন ঃ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের হিমছড়ি’তে গত ১৬ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে যাত্রা শুরু হলো গোল্ডস্যাণ্ডস গ্রুপের আবাসিক হোটেল ‘বে হিলস’ (অপারেটেড বাই বেস্ট ওয়েস্টার্ণ প্লাস)। কর্তৃপক্ষের ভাষ্যমতে ‘বে হিলস’-এর এক পাশে সমুদ্র সৈকত আর অন্যপাশে রয়েছে পাহাড়। সমুদ্র এবং পাহাড় একসঙ্গে নিরিবিলি পরিবেশে উপভোগ করার মতো কক্সবাজারের একমাত্র আবাসিক হোটেল ‘বে হিলস’।
‘বে হিলস’-এর প্রাথমিক যাত্রা শুরু হয় ‘গোল্ডস্যাণ্ডস গ্রুপ’-এর সিইও শাহাদাত হোসেন বাহার, চীফ অ্যাডভাইজার চিত্রনায়ক ওমরসানীর হাতে ধরে। এছাড়াও ‘গোল্ডস্যাণ্ডস গ্রুপ’-এর আরো অনেক উর্ধ্বতন কর্মকতারাও উপস্থিত ছিলেন। তবে যাত্রা শুরুর এই মুহুর্তকে আরো স্মরনীয় করে তুলতে ঢাকা থেকে এই আয়োজনে আরো উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার, চলতি সময়ের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওয়না’র নাবিলা সিক্স’খ্যাত অভিনেত্রী শিরতাজ জেবিন, লাক্সতারকা নীলাঞ্জনা নীলা, সামিয়া অথৈ’সহ আরো বেশ কয়েকজন তারকা।
উদ্বোধনী অনুষ্ঠানের সাংষ্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন পূজা ও শামীম।
‘গোল্ডস্যাণ্ডস গ্রুপ’র সিইও শাহাদাত হোসেন বাহার বলেন,‘ গোল্ডস্যাণ্ডস গ্রুপের আবাসিক হোটেলের আরো বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে কক্সবাজারে। বেস্ট ওয়েস্টার্ণ প্লাস চেইনে আমাদের গ্রুপের প্রথম হোটেল হিসেবে বে হিলস’-এর যাত্রা শুরু হলো। আনুষ্ঠানিক এই যাত্রা শুরুর কালে উপস্থিত সকল উর্ধ্বতন কর্মকতা, আগত অতিথি, তারকা, সাংবাদিক’সহ সবার কাছ থেকে এতো অনুপ্রেরণা পেয়েছি যে আমরা সত্যিই অভিভূত। আমরা বিশ্বাস করি আমাদের অগ্রযাত্রায় আমরা সবাইকে আগামীদিনে পাশে পাবো। আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা বিশেষত যে সকল তারকারা কষ্ট করে কক্সবাজারে এসেছিলেন। আন্তরিক ধন্যবাদ জানাই আমার গোল্ডস্যাণ্ডস গ্রুপের সবাইকে যারা দিনরাত নিরলস শ্রম দিয়ে বে হিলসে’র যাত্রা শুরুর সময়টাকে স্মরনীয় করে তুলেছেন। আর আগামীদিনে গোল্ড স্যান্ডস গ্রুপ পাশে থেকে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন এবং পর্যটন শিল্পের বিকাশে কাজ করে যাবে ইনশাআল্লাহ।’
আরও পড়ুনগোল্ডস্যাণ্ডস গ্রুপ’-এর চীফ অ্যাডভাইজার ওমর সানী বলেন,‘ আলহামদুলিল্লাহ, বেশ সুন্দরভাবে বে হিলস-এর যাত্রা শুরু হলো। আমাকে এবং মৌসুমীকে এই গ্রুপের সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই শাহাদাত হোসেন বাহার ভাইকে। বিশেষ ধন্যবাদ দীপা খন্দকার, শিরতাজ’সহ সবাইকে বে হিলস’-এর এই ঐতিহাসিক সময়ে সাথে থাকার জন্য।’
দীপা খন্দকার বলেন,‘ হিমছড়িতে এতো সুন্দর পরিবেশে যেখানে সামনের দিকে সমুদ্র, পিছনে রয়েছে পাহাড়-এই মনোরম পরিবেশে বে হিলস একমাত্র নিরিবিলি পরিবেশে পরিবার, বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর আস্থাভাজন এক হোটেল। শুভ কামনা রইলো বে হিলস-এর জন্য।’
এদিকে গতকাল দুপুরের ফ্লাইটেই ‘দেনা পাওনা’ ধারাবাহিক নাটকের শুটিং-এ অংশ নেয়ার জন্য কক্সবাজার থেকে রওয়ানা হন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









