ভিডিও রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ১১:০৯ দুপুর

ছোট্ট ‘মুন্নি’ বড়পর্দায় ফিরছেন ‘জনানি’ নামে

ছোট্ট ‘মুন্নি’ বড়পর্দায় ফিরছেন ‘জনানি’ নামে, ছবি: সংগৃহীত।

প্রায় এক দশক পর সেই হর্ষালি এবার দক্ষিণ ভারতীয় সিনেমার হাত ধরে বড়পর্দায় ফিরছেন। ২০১৫ সালের ব্লকবাস্টার বলিউড ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’-এর ছোট্ট মুন্নিকে নিশ্চয়ই মনে আছে? সেই মিষ্টি, নির্বাক পাকিস্তানি মেয়েটির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন হর্ষালি মালহোত্রা জানা গেছে, ৬৫ বছর বয়সী তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণর আসন্ন ছবি ‘অখণ্ড ২’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন হর্ষালি। এটি তার তেলুগু ডেবিউ হতে চলেছে এবং এই খবরটি তার অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।

সম্প্রতি মুম্বাইয়ে ছবির প্রথম গান মুক্তির অনুষ্ঠানে বালকৃষ্ণর সঙ্গে উপস্থিত ছিলেন হর্ষালি। নতুন লুকে তাকে দেখে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।সামাজিক মাধ্যমে হর্ষালি জানান, বড় পর্দায় ফিরতে তিনি বহুদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। এবার তিনি ‘জনানি’ নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন, যা গল্পে বড় পরিবর্তন আনতে পারে বলে জানিয়েছে ছবির নির্মাণসংশ্লিষ্ট একটি সূত্র।হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালমসহ একাধিক ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘অখণ্ড ২’-এর। ফলে হর্ষালির জন্য এটি বড় পরিসরে দর্শকের সামনে আসার সুযোগ তৈরি করবে। নতুন অধ্যায়ে তিনি কতটা সফল হন, তা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট্ট ‘মুন্নি’ বড়পর্দায় ফিরছেন ‘জনানি’ নামে

সুখের বারতা নিয়ে বাংলার ঘরে এলো অগ্রহায়ণ   

তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান

প্রাথমিকের ৩১ লাখ শিক্ষার্থী পাবে ‘মিড-ডে মিল’

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত

২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ মরদেহ উদ্ধার