ভিডিও শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৫, ০৯:১৬ রাত

চলার পথে শর্মিলী আহমেদকে ভীষণ মিস করেন দিলারা জামান ও আবুল হায়াত

চলার পথে শর্মিলী আহমেদকে ভীষণ মিস করেন দিলারা জামান ও আবুল হায়াত

অভি মঈনুদ্দীন ঃ দিলারা জামান, আবুল হায়াত ও শর্মিলী আহমেদ বাংলাদেশের অভিনয় অঙ্গনের কিংবদন্তী তিন অভিনয়শিল্পী। তিনজন কিংবদন্তী শিল্পীর মধ্যে শর্মিলী আহমেদ আমাদের মাঝে আর নেই। তারা তিনজন একসঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। আবার আবুল হায়াত ও দিলারা যেমন অনেক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন অন্যদিকে আবুল হায়াতের সঙ্গে শর্মিলী আহমেদও অনেক নাটকে অভিনয় করেছেন।

২০২২ সালের ৮ জুলাই এই পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যান শর্মিলী আহমেদ। চলার পথে দিলারা জামান ও আবুল হায়াত দু’জনই শর্মিলী আহমেদ খুউব মিস করেন।

দিলারা জামান বলেন,‘ শর্মিলী খুউব ভালো মনের মানুষ ছিলো। আমিতো দীর্ঘদিন ধরেই রাজধানীর উত্তরায় থাকি। শর্মিলী তার জীবনের শেষ সময়টুকু রামপুরা থেকে উত্তরায় কাটিয়েছে। সেই সময়টাতেই তার সঙ্গে কাজের বাইরেও বেশি দেখা হতো, কথা হতো। অনেক না বলা কথা আমার সঙ্গে শেয়ার করতো। শর্মিলী চলে যাওয়ায় ভীষণ কষ্ট পেয়েছিলাম। এতো তাড়াতাড়ি ও চলে যাবে এমনটা কখনোই ভাবিনি। একজন শিল্পী হিসেবে শর্মিলী সিনেমাতে যেমন জনপ্রিয়তা পেয়েছিলো, নাটকেও পেয়েছিলো দর্শকের ভালোবাসা। শর্মিলী নেই আজ সত্যি, তবে তার চলে যাওয়ায় একটা শূণ্যতা তৈরী হয়েছে। যারা নিয়মিত গল্প নির্ভর নাটক নির্মাণ করেন, যারা পারিবারিক গল্পের নাটক নির্মাণ করেন তারা শর্মিলী আহমেদ’র শূণ্যতা অনুভব করেন। শর্মিলীর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন।’

আবুল হায়াত বলেন,‘ শর্মিলী ছিলো ভীষণ সহজ সরল একজন মানুষ। তার সরলতা ছিলো সবাইকে মুগ্ধ করার মতো। একজন শিল্পী হিসেবে ভীষণ সিনসিয়ার একজন শিল্পী, সেই সাথে ভীষণ বিশ্বস্ত একজন শিল্পীও ছিলো বটে। এটা সত্যি কাজ করতে গিয়ে তাকে প্রায় সময়ই মিসকরি। এমনও মনে হয় শর্মিলী আমাদের মাঝেই আছে, হয়তো দেখা হবে। তারপরও মাঝে মাঝে সত্য মেনে নিতে হয় যে শর্মিলী আমাদের মাঝে নেই। মন থেকে তার জন্য দোয়া করি।’

আরও পড়ুন

এদিকে দিলারা জামান নিয়মিত দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘রূপনগর’-এ অভিনয় করছেন। এটি নির্মাণ করছেন কায়সার আহমেদ। এছাড়াও তিনি এরইমধ্যে সাতপর্বের ধারাবাহিক নাটক ‘দাদীর ভাগ’-এ অভিনয় করেছেন।

এদিকে আবুল হায়াত আরাফাত নিধির পরিচালনায় ওয়েব সিরিজ ‘আৎকা’তে অভিনয় করেছেন। এছাড়াও এরইমধ্যে তিনি সামাজিক সচেতনতা মূলক একটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলার পথে শর্মিলী আহমেদকে ভীষণ মিস করেন দিলারা জামান ও আবুল হায়াত

বগুড়ার শাজাহানপুরে যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার

এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে গাজী গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা

হাদির নির্বাচনী প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ

চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে দু’জনের ভাসমান মরদেহ উদ্ধার

৩৫ টি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে এআই ইনোভেশন চ্যালেঞ্জে প্রজেক্ট শোকেসিংয়ে চ্যাম্পিয়ন ঢাবি