ভিডিও শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৫, ০৭:৫২ বিকাল

বগুড়ার দুপচাঁচিয়ায় ফাঁস দিয়ে ইজিবাইক চালকের আত্মহত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় ফাঁস দিয়ে ইজিবাইক চালকের আত্মহত্যা। প্রতীকী ছবি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পলিপাড়া গ্রামে আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে জাকারিয়া হোসেন রুমন (৩৮) নামে এক ইজিবাইক চালক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার তলোড়া পৌরসভার ২নং ওয়ার্ড পলিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাকারিয়া হোসেন রুমন একজন ইজিবাইক চালক।

ঘটনার দিন তার স্ত্রী রাজিয়া সুলতানা তার ২ ছেলেকে নিয়ে প্রাইভেট পড়াতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে জাকারিয়া হোসেন রুমন তার শয়ন কক্ষের বাঁশের তীরের সাথে দড়ি বেধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তার স্ত্রী রাজিয়া সুলতানা ২ ছেলের প্রাইভেট পড়ানো শেষে বাড়িতে ফিরে আসে। এ সময় জাকারিয়া হোসেন রুমন এর শয়ন কক্ষের সামনে গিয়ে দরজা লাগানো দেখে তাকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পাওয়ায় চিৎকার করলে আশেপাশের লোকজন দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত রুমনকে দেখতে পায়।

আরও পড়ুন

পরিবার সূত্রে জানা গেছে, জাকারিয়া হোসেন রুমন মানসিক সমস্যায় ভুগছিল। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ সংক্রান্তে  তার বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় ফাঁস দিয়ে ইজিবাইক চালকের আত্মহত্যা

ব্রেকআপের পর জেন-জিদের মধ্যে বাড়ছে ছুটি চাওয়ার প্রবণতা

ইমান ভঙ্গের ৫ কারণ

গণভোট যারা মানবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে: আখতার

শেবাগকে ছাড়িয়ে ছক্কার নতুন রেকর্ড পন্তের

৪৫ বছর ধরে একই মঞ্চ নাটকে অভিনয় করছেন কেরামত মওলা