কন্যার বাবা-মা হলেন রাজকুমার-পত্রলেখা
বিনোদন ডেস্ক : চতুর্থ বিবাহবার্ষিকীতে এলো জীবনের সেরা উপহার। বলিউডের জনপ্রিয় তারকা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখার ঘর আলোকিত করে এসেছে কন্যাসন্তান। শনিবার সকালে এক ইনস্টাগ্রাম পোস্টে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি।
ঘটনাচক্রে আজ রাজকুমার-পত্রলেখার চতুর্থ বিবাহবার্ষিকী। ইনস্টাগ্রাম পোস্টে এই কথা উল্লেখ করে তারা লেখেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীতে সৃষ্টিকর্তার সেরা আশীর্বাদ।’ ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। চিকিৎসক ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, নবজাতককে নিয়ে বাড়ি ফিরতে আর কয়েকদিন সময় লাগতে পারে।
আরও পড়ুনপ্রসঙ্গত, প্রায় এক দশক আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখা হয় রাজকুমার ও পত্রলেখার। এরপর বন্ধুত্ব। ২০১৪ সালে প্রেমের কথা জানান তারা। সে সময় তারা একসঙ্গে অভিনয় করছিলেন ‘সিটিলাইটস’ সিনেমায়। দীর্ঘ সময় বন্ধুত্বের পর ২০২১ সালের নভেম্বরে তারা সাতপাকে বাঁধা পড়েন।
মন্তব্য করুন









