প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল
ভোট চালিয়ে যাওয়ার আহ্বান মিথিলার
তানজিয়া জামান মিথিলা।
আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের মঞ্চে পিপলস চয়েজে এখন সেরার অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে এই সেরার অবস্থান ধরে রাখতে ভোট বন্ধ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করা প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে মিথিলা ১ মিনিট ৪৮ সেকেন্ডর একটি ভিডিও আপলোড করেন। ওই ভিডিওতে তিনি বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ পিপলস চয়েজে এক নম্বরে অবস্থান করছে। তবে অন্য দিক দিয়ে অনেক দেশের প্রতিযোগীই বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে। তাই আমরা আমাদের ভোট দেয়া বন্ধ করবো না।
মিথিলা আরও বলেন, আমাদের দেশের এতো জনসংখ্যা, আমরা সবাই মিলে যদি ভোট চালিয়ে যাই তবে কোনো দেশই আমাদের সাথে পারবে না। আমাদের শক্তিই হচ্ছে আমাদের জনসংখ্যা। তাই দয়া করে আমাকে সবাই সাপোর্ট করেন এবং বাংলাদেশের হয়ে বেশি বেশি ভোট দিন আগামী ১৯ তারিখ পর্যন্ত।
৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা চলছে থাইল্যান্ডে। সেরার মুকুট ছিনিয়ে নিতে ১২১টি দেশের সুন্দরী প্রতিযোগীরা এ মঞ্চে লড়াই করছেন। আগামী ১৯ নভেম্বর সব দেশের সুন্দরী থেকে বাছাই করে নেয়া হবে সেরা ১৮ জন প্রতিযোগী।
এরপর ২১ নভেম্বর থাইল্যান্ডের নন্থাবুরির ইমপ্যাক্ট চ্যালেঞ্জার হলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। সেখানে ঘোষণা করা হবে এবারের সেরা সুন্দরী মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগী ও দেশের নাম।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1763104634.jpg)
