ভিডিও বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৫, ০৯:৪৩ রাত

ফাতেমা তুজ জোহরা’র কথা শুনে ছুটে এলেন রবি চৌধুরী

ফাতেমা তুজ জোহরা’র কথা শুনে ছুটে এলেন রবি চৌধুরী

অভি মঈনুদ্দীন ঃ বিটিভি’র সেলিব্রিটি টক শো’ অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন নন্দিত সঙ্গীতশিল্পী রবি চৌধুরী। দু’দিন আগেই চল্লিশ মিনিট ব্যাপ্তির এই অনুষ্ঠানের রেকর্ডিং-এ অংশ নেন তিনি। শুটিং চলাকালীন সময়েই রবি চৌধুরী জানতে পারেন পাশের স্টুডিওতেই আগুনের উপস্থাপনায় ‘আগুন ঝরা সন্ধ্যা’ অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত ও আধুনিক গানের শিল্পী ফাতেমা তুজ জোহরা। তাই অনুষ্ঠানের এক ফাঁকে রবি চৌধুরী ফাতেমা তুজ জোহরার সঙ্গে দেখা করতে যান রবি চৌধুরী। সেখানে গিয়ে বেশকিছুটা সময় গল্প, আড্ডায় মেতে উঠেন ফাতেমা তুজ জোহরা, আগুন ও রবি চৌধুরী।

রবি চৌধুরী বলেন,‘ ফাতেমা আপার সঙ্গে বহুদিন পর দেখা হলো। তিনি আমাদের দেশের সত্যিকারের কিংবদন্তী গুনী সঙ্গীতশিল্পী। আমার তখন প্রেম দাও-অ্যালবাম প্রকাশিত। অ্যালবামের গানগুলো শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিলো। শ্রোতা দর্শক আমাকে একটু একটু করে চিনতে শুরু রেছেন। সেই সময় চট্টগ্রামে মেডিক্যাল কলেজে একটি স্টেজ শোর আয়োজন করা হয়। সেই শোতে ফাতেমা আপা ছিলেন, ছিলেন প্রয়াত শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু ও সাবাতানিও। ফাতেমা আপার সঙ্গে সেটাই ছিলো আমার প্রথম দেখা এবং একই শোতে গান গাওয়া। পরবর্তীতে ১৯৯৭ সালে আমার নেতৃত্বে দুবাইতে নিয়ে গিয়েছিলাম তাকে শোতে। সেই শোতে আরো ছিলেন শ্রদ্ধেয় ফকির আলমগীর, ডলি সায়ন্তনী এবং সেই সময়েল একজন নায়িকা তৃষ্ণা। এসব স্মৃতি নিয়েই আপার সঙ্গে আলোচনা করছিলাম। আমার বন্ধু আগুনতো ছিলোই সেই আড্ডাতে। সত্যি বলতে কী চোখের পলকে কতো কতো সময় পেরিয়ে যায়, এটা ভাবাই যায়না। মাঝখান থেকে প্রায় ত্রিশটি বছর চোখের পলকে চলেগেলো।’

আগুন বলেন,‘ আগুন ঝরা সন্ধ্যা বিটিভির এই সময়ের অন্যতম দর্শকপ্রিয় একটি অনুষ্ঠান। আমার নিমন্ত্রণে এই আয়োজনে এর আগে অনেক গুনী শিল্পী এসেছেন। আবার এই প্রজন্মেরও অনেক শিল্পী এসেছেন। সেদিন আমার বন্ধু রবি স্টুডিওতে এসে আমাদেওর সঙ্গে গল্প করায় যেন একটু বেশিই ভালোলাগা কাজ করেছিলো। সত্যি বলতে কী আমাদের তো এখন আর নিয়মিত দেখা হয়না। কাজের ফাঁকে যতোটুকু দেখা হয় ততোটুকুই যেন প্রাপ্তি, ততোটুকু সময়কে ঘিরেই যেন আনন্দ জেগে উঠে মনে। ধন্যবাদ রবিকে নিজের কাজের ফাঁকে সময় দেবার জন্য।’

আরও পড়ুন

রবি চৌধুরী জানান, তাকে নিয়ে বিশেষ পর্বটি শিগগিরই প্রচার হবে বিটিভিতে। উল্লেখ্য, ফাতেমা তুজ জোহরা ২০০৬ সালে একুশে পদকে ভূষিত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাতেমা তুজ জোহরা’র কথা শুনে ছুটে এলেন রবি চৌধুরী

সামছুল হুদা’র একশো গানের প্রজেক্ট

নির্বাচিত পার্লামেন্ট দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবে: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টা দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন : সামান্তা শারমিন

কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আবদুল্লাহ

রাজশাহীর ঘটনা নিন্দনীয় ও অমানবিক : প্রধান বিচারপতি