ভিডিও বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৫, ০৯:৩৯ রাত

সামছুল হুদা’র একশো গানের প্রজেক্ট

নাট্যনির্মাতা ও মডেল মোঃ সামছুল হুদা

অভি মঈনুদ্দীন ঃ কিছুদিন আগেই গুনী মিউজিক ভিডিও নির্মাতা, নাট্যনির্মাতা ও মডেল মোঃ সামছুল হুদা সময়ের জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে ‘গোলাপ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের ঘোষনা দিয়েছিলেন। যাতে পরীমণির বিপরীতে চিত্রনায়ক নীরবের অভিনয় করবেন।

সামছুল হুদা জানান, সবকিছু ঠিকঠাক আছে। যেকোনো সময়ই তারা শুটিং-যেতে প্রস্তুত আছেন। তবে এরইমধ্যে সামছুল হুদা নিজেকে আরো ব্যস্ত করে তুলেছেন নিজের নির্দেশনায় এক শত গানের প্রজেক্ট নিয়ে। নিজের নতুন প্রোডাকশন হাউজ ‘প্যাকআপ হাউজ’ থেকে তিনি একশত গান করার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছেন।

এরইমধ্যে তার এই প্রোডাকশন হাউজ থেকে এফএ সুমন, মাহতিম সাকিব, কাজী শুভ’সহ আরো বেশ কয়েকজনের গানের কাজ, মিউজিক ভিডিওর কাজ সম্পন্টন করেছেন বলেও জানান সামছুল হুদা। ২০২৬ সালের মধ্যে একশত গানের কাজ শেষ করার ইচ্ছে আছে তার।

মোঃ সামছুল হুদা বলেন,‘ প্যাকআপ হাউজ আমার নিজের প্রযোজনা সংস্থা হিসেবে দাঁড় করাতে চাচ্ছি। আর এই প্রযোজনা সংস্থা থেকে প্রথম বিগ প্রজেক্ট হিসেব একশত গানের প্রজেক্টটাই যথাযথভাবে সম্পন্ন করার চেষ্টা করছি। এরইমধ্যে বেশ কয়েকজন শিল্পীর কাজ শেষ। প্রবল ইচ্ছে আছে সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ, আসিফ আকবর, কনা, কোনাল, লুইপা, লিজা’সহ এই প্রজন্মের আরো যারা আলোচিত আছেন, তাদের সবাইকে আমার এই প্রজেক্টের ছায়াতলে নিয়ে আসা। কারণ আমি চাই আমার এই কাজটি একটি সিগনেচার ওয়ার্ক হিসেবে বিশেষত সঙ্গীতাঙ্গনে দৃষ্টান্ত হয়ে থাকুক। আর এরইমধ্যে পরীমণিকে নিয়ে গোলাপ সিনেমা নিম্ধাসঢ়র্;ণের জন্য আমি প্রস্তুত। শিগগিরই হয়তো সিনেমার শুটিং-এ যাবো।

আরও পড়ুন

এরইমধ্যে আমার কাছে আরো কয়েকটি প্রযোজনা সংস্থা থেকে নাটক ও সিনেমা নির্মাণের প্রস্তাবও এসেছে। কিন্তু আমি অনেক বেশি কাজের চাপ না নিয়ে কোয়ালিটি কাজ করতে চাচ্ছি। যেন আমার কাজের প্রতি শ্রোতা দর্শকের একটা আস্থা থাকে, শিল্পী যারা কাজ করবেন তারাও যেন ভরসা পায় এই ভেবে যে-ও আচ্ছা এটা সামছুল হুদার কাজ। বাকীটা আল্লাহ ভরসা।’

কিছুদিন আগেই সামছুল হুদা মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীনকে নিয়ে ট্রাভেল এজেন্সী ‘ক্রিয়েটিভ ট্যুরস অ্যাণ্ড ট্রাভেলস’র বিজ্ঞাপন নির্মাণ করেন। সামছুল হুদা তার ক্যারিয়ারের শুরুতে একজন মডেল হিসেবে এফ এ সুমনের জনপ্রিয় গান ‘জাদুরে জাদুরে’ গানে মডেল হয়ে বেশ আলোচনায় এসেছিলেন। যদিও বা এই গানের প্রাসঙ্গিকতা তিনি আনতে চাননা। কিন্তু গানটি এতোটাই জনপ্রিয় যে এই গানের প্রাসঙ্গিকাত তিনি এড়িয়েও যেতে পারেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামছুল হুদা’র একশো গানের প্রজেক্ট

নির্বাচিত পার্লামেন্ট দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবে: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টা দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন : সামান্তা শারমিন

কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আবদুল্লাহ

রাজশাহীর ঘটনা নিন্দনীয় ও অমানবিক : প্রধান বিচারপতি

উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন