ভিডিও বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৫, ০৮:০৮ রাত

বগুড়ার সারিয়াকান্দিতে মরিচের গাছ চুরির ঘটনায় সংঘর্ষে নিহত ১, আহত ৫

বগুড়ার সারিয়াকান্দিতে মরিচের গাছ চুরির ঘটনায় সংঘর্ষে নিহত ১, আহত ৫

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে মরিচের চারাগাছ চুরির ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে জেলসাদ খান (৫৫) নামের একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।  তিনি জেলসাদ উপজেলার বোহাইল ইউনিয়নের উত্তর শংকরপুর চরের মৃত বক্কর খাঁর ছেলে। এ ঘটনায় তার ভাই হোসেন খান (২২) এবং ভাই পেনসিল খানের ছেলে রঞ্জু খান (৩৫) ও দেলোয়ার খান (৪০) গুরুতর আহত হন।

একই ঘটনায় অপর পক্ষের চানু খানের ছেলে মিজানুর খান (৪০) এবং সোহেল খানও (২২) আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার দুপুরে বোহাইল ইউনিয়নের নান্দিনার চর বাজারের পূর্ব পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকমাস আগে জেলসাদ খানের হাইব্রিড মরিচের বিজতলা থেকে চুরি করে মরিচের গাছ নিয়ে এসে নিজের জমিতে রোপণ করেন উত্তর শংকরপুর গ্রামের কালু খানের ছেলে জালাল খান। কিন্তু জালাল খান বিষয়টি অস্বীকার করেন। এ নিয়ে তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। গত বুধবার দুপুরে নিহত জেলসাদ খান পুনরায় জালাল খানের জমিতে যান। সেখানে তিনি দেখেন একই জমিতে গাছে দুই জাতের মরিচ ধরেছে। তখন তিনি চুরির বিষয়টি নিশ্চিত হন। এ নিয়ে তিনি ঘটনাস্থলে উচ্চবাচ্য শুরু করেন। পরে তাদের মধ্যে কথার কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

আরও পড়ুন

সংঘর্ষে জেলসাদ খানসহ তার পক্ষের চারজন গুরুতর আহত হন। এছাড়া একই সংঘর্ষে তার প্রতিপক্ষেরও দুইজন আহত হন। আহতদের প্রথমে জামালপুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় জেলসাদ খানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে বৃহস্পতিবার সকালে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে মরিচের গাছ চুরির ঘটনায় সংঘর্ষে নিহত ১, আহত ৫

জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ ৭ মামলার আসামি গ্রেফতার 

আইভীর পাঁচ মামলার গ্রেফতার শুনানি পিছিয়েছেন আদালত

সিরাজগঞ্জের তাড়াশে জমি-বাড়ি লিখে না দেওয়ায় বাবাকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম 

নবাবগঞ্জে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার