বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ ৭ মামলার আসামি গ্রেফতার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ অত্যাধুনিক বার্মিজ চাকু ও স্টিলের তৈরী লাঠিসহ ৭ মামলার আসামি সিহাব পোদ্দার (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সিহাব পোদ্দার উপজেলার শাকপালা পূর্বপাড়া এলাকার মতিন পোদ্দারের ছেলে।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার শাকপালা এলাকায় জিয়া মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার হেফাজত থেকে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু, একটি স্টীলের তৈরি লাঠি, একটি এনড্রয়েড মোবাইল ফোন এবং রেজিস্ট্রেশন বিহীন একটি জিক্সার মোটর সাইকেল আটক করা হয়। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সিহাব পোদ্দারের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, মারামারিসহ ৭টি মামলা আদালতে বিচারাধীন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রেকর্ড করে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1763038124.jpg)


