দুর্গাপুরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
নেত্রকোনার দুর্গাপুরে নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার বিকেলে ও দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনদুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলো তারা। এরমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে। তবে এখন পর্যন্ত দুর্গাপুরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চারদিকে পুলিশি নজরদারি রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1763028500.jpg)
_medium_1763027847.jpg)


_medium_1763025783.jpg)


_medium_1763031448.jpg)
