ভিডিও বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৫, ০৩:৪৯ দুপুর

আমি সত্যিই বার্সাতে ফিরতে চাই : মেসি

আমি সত্যিই বার্সাতে ফিরতে চাই : মেসি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ক্লাব ফুটবলের ছুটিতে হঠাৎ বার্সেলোনায় আসেন লিওনেল মেসি। গভীর রাতে, নিস্তব্ধতা শহরে কোন প্রশাসনিক অনুমতি ছাড়াই মেসি প্রবেশ করলেন ক্যাম্প ন্যুতে।

ক্যাম্প ন্যু পরিদর্শনের পর মেসি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন। এরপর দিয়েছেন এক সাক্ষাৎকারও। যাতে বলেছেন-বার্সা ছাড়তে হবে একথা কোনদিন ভাবেননি। বিদায় নিতেই হলো, কিন্তু প্রকৃতঅর্থে বিদায় যেমন হওয়া উচিত তার বেলায় সেটাও সম্ভব হয়নি। কারণ পুরো মৌসুম করোনার কারণে ফাঁকা গ্যালারিতে খেলেছেন তারা। তবে বার্সা ছাড়ার পর জীবনটা ভিন্নভাবে উপভোগ করছেন তিনি। এখন তাকে প্রতিদিন ম্যাচ নিয়ে চিন্তা করতে হয় না। প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব কষতে হয় না। পরিবারকে সময় দিতে পারেন। আবার ফুটবল নিয়ে মেতে থাকতে হয় না বলে বার্সার ভক্তদের ভালোবাসাও অনুভব করার সময় পান।

মেসি বলেন, ‘বার্সা সম্পর্কে, সেখানকার মানুষ সম্পর্কে, আমার কাটানো সময়গুলো সম্পর্কে যা শুনি, নস্টালজিক করে দেয়। আবেগতাড়িত হই আমি। সময়গুলো খুব মিস করি। যখন এখানে খেলতাম, প্রতিদিন ব্যস্ততা থাকত। একটির পর একটি ম্যাচ নিয়ে ভাবতে হতো, মানুষের এই ভালোবাসাগুলো তখন অনুভব করার সময় থাকত না। আজ এত বছর পর আমার যখন তেমন ব্যস্ততা নেই, তখন বার্সার সেই দিনগুলোকে অনেক বেশি ভালো লাগে।’ পরিস্থিতি তাতে বার্সা ছাড়তে বাধ্য করেছে বলেও মন্তব্য করেন তিনি, ‘বার্সায় আমার শেষ মৌসুমটা করোনা মহামারির কারণে শূন্য গ্যালারিতে খেলেছি। খেলোয়াড় হিসেবে আমি প্রকৃত বিদায়টা নিতে পারিনি। তখনকার পরিস্থিতি এবং সবকিছু মিলিয়েই আমাকে ছেড়ে চলে আসতে হয়েছিল। ওভাবে ছেড়ে আসতেও চাইনি। ভাবতাম ক্যারিয়ার জুড়ে বার্সাতেই খেলব।’

আরও পড়ুন

মেসি জানিয়েছেন, আবার তিনি বার্সায় ফিরতে চান। কাতালুনিয়ায় তাদের বাড়ি আছে। ক্যাম্প ন্যুর সংস্কার শেষ হলে ওই বাড়িতে যাবেন তারা, ‘আমি সত্যিই বার্সাতে ফিরতে চাই। বাড়িতে আমার স্ত্রী ও সন্তানরা সারাক্ষণ বার্সা নিয়ে গল্প করে। কোথায়, কীভাবে থাকত, কোথায় যেত-এসব গল্পে আনন্দ পাই। ক্যাম্প ন্যুর সংস্কার শেষ হলে পুরনো বাড়িতে যাব। প্যারিসে আসার পর আর সেখানে যাওয়া হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

আমি সত্যিই বার্সাতে ফিরতে চাই : মেসি

সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল পাকিস্তান

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা যশোরে আটক

কাল মাঠে নামছে আর্জেন্টিনা, আছে ব্রাজিলের ম্যাচও

ইসরায়েলি হামলায় অঙ্গ হারিয়েছেন অন্তত ছয় হাজার ফিলিস্তিনি