ভিডিও বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৫, ১১:২৬ দুপুর

ক্যারিবীয়দের হারিয়ে বড় জয়ে সিরিজ জিতলো কিইউরা 

ক্যারিবীয়দের হারিয়ে বড় জয়ে সিরিজ জিতলো কিইউরা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের সামনে সুযোগ ছিল সিরিজ ভাগাভাগি করার। চতুর্থ টি-টোয়েন্টি ভেসে গিয়েছিল বৃষ্টিতে । তবে নিউজিল্যান্ডের সামনে পাত্তাই পায়নি ক্যারিবীয়রা। শেষ ও পঞ্চম টি-টোয়েন্টিতে তাদেরকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে কিউইরা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৪ ওভারে ১৪০ রানেই গুটিয়ে যায়। তাড়া করতে নেমে ২৬ বল ও ৮ উইকেটে হাতে রেখেই ১৪১ রানের লক্ষ্যে পৌছে যায় মিচেল স্যান্টনারের দল। ৩-১ ব্যবধানে নিশ্চিত করে সিরিজও।

ডানেডিনের এ মাঠে ১৮তম আন্তর্জাতিক ম্যাচ জিতল নিউজিল্যান্ড, যেখানে তারা কখনো হারেনি। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ভেন্যুতে পরাজয় ছাড়াই কোনো দলের সর্বোচ্চ জয়ের রেকর্ড এটি।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ২.৫ ওভারে দলীয় ২১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৫০ রান তোলার আগেই নেই ৫ উইকেট। ধারাবাহিকতা বজায় রেখে দলীয় ৯৪ রানেই তারা হারায় ৮ উইকেট। সেখান থেকে রোস্টন চেজের ৩৮ ও রোমারিও শেফার্ডের ৩৬ রানের ইনিংসের কল্যাণে ১৪০ পর্যন্ত যায় তারা।

৪ ওভারে ৩৫ রানে ৪টি উইকেট নেন পেসার জ্যাকব ডাফি। ম্যাচসেরা ও সিরিজসেরাও তিনি। জিমি নিশাম নেন ২ উইকেট।

আরও পড়ুন

১৪১ রানের লক্ষ্যে নিউজিল্যান্ড ওপেনিং জুটিতেই তোলে ৬৯ রান। ৪৫ রান করা টিম রবিনসন ৭.১ ওভারে আউট হওয়ার পর ভেঙেছে ওপেনিং জুটি। তিনে নামা রাচিন রবীন্দ্র করেন ২১ রান। ৪৭ রানে অপরাজিত ছিলেন ডেভন কনওয়ে। অন্যপ্রান্তে ২১ রান করা মার্ক চাপম্যান তার সঙ্গে ৩৫ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ক্যারিবীয়দের হয়ে রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ১৮.৪ ওভারে ১৪০ (চেজ ৩৮, শেফার্ড ৩৬; ডাফি ৪/৩৫, ২/৩১)
নিউজিল্যান্ড: ১৫.৪ ওভারে ১৪১/২ (রবিনসন ৪৫, কনওয়ে ৪৭*; স্প্রিঙ্গার ১/৮, শেফার্ড ১/২১)
ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজ নিউজিল্যান্ড ৩-১ ব্যবধানে জয়ী

ম্যাচ সেরা: জ্যাকব ডাফি
সিরিজ সেরা: জ্যাকব ডাফি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যারিবীয়দের হারিয়ে বড় জয়ে সিরিজ জিতলো কিইউরা 

রাজধানীতে জামায়াত-শিবিরের শোডাউন

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

প্রতিরোধ গড়ার চেষ্টায় নাজমুল-মুশফিকুর

শরীয়তপুরে ট্রাকে আগুন, আটক ২

৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনীতি শেষ: ডাকসু ভিপি সাদিক কায়েম