ভিডিও বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৬:৫৪ বিকাল

বাংলাদেশ ছাড়ার আগে বিসিবিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য গামিনির

গামিনি ডি সিলভা

স্পোর্টস ডেস্কঃ ২০১০ সালে দুই বছরের চুক্তিতে শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভাকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর বাংলাদেশে কাটিয়ে দিয়েছেন ১৬ বছর। হয়েছেন অনেক সমালোচনার শিকারও। বিদায় বেলায় দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

মিরপুরের স্লো ও লো উইকেট নিয়ে সমালোচনা হয়েছে অনেক। আর এর জন্য দায়ী করা হতো গামিনিকে। তবে লঙ্কান এই কিউরটর সাফ জানিয়ে দিয়েছেন, বিসিবির নির্দেশেই তিনি এমন উইকেট বানাতেন নিজের ইচ্ছায় নয়।

গামিনি বলেন, ‘যা কিছু করা হয়েছে, সবই স্বাগতিকদের সুবিধা নেওয়ার জন্য। বিসিবি পরিচালকরা যে নির্দেশনা দিতেন, আমি সেটা অনুসরণ করেছি। আমি নিজে থেকে কিছু করিনি। কারণ এখানে আমার কোনো স্বার্থ নেই। আমাকে এখানে রাখাই হয়েছে বাংলাদেশের ক্রিকেটের চাহিদা পূরণের জন্য। আমি সুস্পষ্ট করে বলতে চাই—আমার পছন্দে কোনো দিন উইকেট তৈরি করিনি।’

আরও পড়ুন

 

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো বড় দলকে হারিয়ে বিশ্বকাপে খেলতে যায় বাংলাদেশ। কিন্ত বৈশ্বিক আসরে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি টাইগাররা। সে সময় অনেকেই বলেছিল, মিরপুরের বাজে উইকেট মিথ্যে আত্মবিশ্বাস দিয়েছে ক্রিকেটারদের। তবে গামিনি দাবি করেন, বিসিবির চাওয়াতেই এমন উইকেট তৈরি করেছেন তিনি।

 

এ প্রসঙ্গে গামিনি বলেন, ‘ওখানে আমার কোনো ভূমিকা বা ভুল নেই। বিসিবি ওই সিরিজ দুটি জিততে চেয়েছে। নির্বাচক, ক্রিকেট পরিচালনা বিভাগ, গ্রাউন্ডস কমিটি, টিম ম্যানেজমেন্ট স্লো ও লো উইকেট চেয়েছিল। কারণ ওই সিরিজ জেতায় বাংলাদেশ সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল। বোর্ড থেকে তো আমাকে কিছু বলেনি। তারা বরং ধন্যবাদ দিয়েছে সিরিজ জেতায়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ছাড়ার আগে বিসিবিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য গামিনির

কাল আসছে ‘কনা’তে ফুয়াদ ফিচারিং কনা’র ‘ভিতরও বাহিরে’

বগুড়ায় খোকন হত্যা মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি ইমরান গ্রেফতার, বার্মিজ চাকু উদ্ধার

জয়-মুমিনুলের ব্যাটে বাংলাদেশের দাপুটে দিন

যুক্তরাষ্ট্রে বাউল সম্রাট স্মরণে অনুষ্ঠানের উপস্থাপনায় শান্তা জাহান

রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ