ভিডিও মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৫, ০৯:২৬ রাত

রংপুরে অজ্ঞান পার্টির সাত সদস্য গ্রেফতার, তিনটি চোরাই অটোরিকশা উদ্ধার

রংপুরে অজ্ঞান পার্টির সাত সদস্য গ্রেফতার, তিনটি চোরাই অটোরিকশা উদ্ধার

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ অজ্ঞান পার্টি অটোরিকশা চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এসময় চুরি হওয়া তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার আবু সাইম। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) সুশান্ত চন্দ্র রায়।

সংবাদ সম্মেলনে জানা যায়, ১৫ অক্টোবর রংপুরের বদরগঞ্জ থানায় একটি অটোরিকশা চুরির মামলা রুজু হয়। মামলার তদন্তকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) এর নেতৃত্বে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) অমিত পার্থ সরকার ও এসআই (নিরস্ত্র) মো. একরামুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে প্রথমে রংপুর মহানগরীর সিগারেট কোম্পানি এলাকা থেকে আসামি মো. হামিদুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অটো চুরি চক্রের মূলহোতা মো. সুজন মিয়াকে সদ্য চুরি করা একটি অটোরিকশাসহ কাউনিয়া রেলগেট এলাকা থেকে গ্রেফতার করে।

আরও পড়ুন

তাদের স্বীকারোক্তির ভিত্তিতে রংপুর মহানগরের ময়নাকুটি এলাকা থেকে চোরাই অটোরিকশা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত দুই সহযোগী মো. নূর ইসলাম ও মো. জহরুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গঙ্গাচড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. আতিয়ার রহমান(২৮), মুন মিয়া(৩২) ও মো. ফারুক হোসেনকে(৩২) আটক করে। এসময় দু’টি চোরাই অটোরিকশা ব্যাটারিসহ উদ্ধার করা হয়।

জেলা পুলিশ জানায়, সংঘবদ্ধ চোরচক্রটি দীর্ঘদিন ধরে রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় প্রতারণার আশ্রয় নিয়ে চেতনানাশক ওষুধ ব্যবহার করে অটোরিকশা চালকদের অজ্ঞান করে রিকশা ছিনতাই ও বিক্রি করত। তাদের বিরুদ্ধে কাউনিয়া ও গঙ্গাচড়া থানায় পৃথক দু’টি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে অজ্ঞান পার্টির সাত সদস্য গ্রেফতার, তিনটি চোরাই অটোরিকশা উদ্ধার

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

এবার সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন সৃজিত

বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ৫

দিনাজপুরে ৫৯ আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১০২ জন গ্রেফতার

হাইকোর্টে স্থায়ী নিয়োগ পেলেন ২২ বিচারপতি