দিনাজপুরে ৫৯ আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১০২ জন গ্রেফতার
দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে গত ১২ ঘন্টায় ৫৯ জন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১০২ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর পুলিশ সুপারের মিডিয়া সেল থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেরিত বার্তায় জানানো হয়, গতকাল সোমবার রাত ১২টা থেকে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত জেলার ১৩টি থানায় পুলিশের অভিযানে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত একাধিক মামলায় পালিয়ে থাকা ৫৯ জন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া অন্যান্য ফৌজদারি অপরাধের দায়েরকৃত মামলায় ৪৩ জনসহ মোট ১০২ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনদিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট থানা থেকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারকের আদেশে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1762865993.jpg)
_medium_1762867576.jpg)
