ভিডিও মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৫, ০৮:৩৩ রাত

তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত

সংগৃহিত,তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজান থেকে ফেরার পথে তুরস্কের সামরিক বাহিনীর একটি সি-১৩০ কার্গো বিমান জর্জিয়া সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে ওই বিমান বিধ্বস্ত হয়েছে বলে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘‘আজারবাইজান থেকে দেশে ফেরার পথে একটি সি-১৩০ সামরিক কার্গো বিমান জর্জিয়া-আজারবাইজান সীমান্তে বিধ্বস্ত হয়েছে।’’

বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনার পরপরই আজারবাইজান ও জর্জিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে বিমানে কতজন যাত্রী ছিলেন কিংবা কেউ হতাহত হয়েছেন কি না; সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।
 
এদিকে, এক বিবৃতিতে জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তুরস্কের সামরিক বাহিনীর কার্গো বিমান বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কগামী একটি সামরিক কার্গো বিমান দুর্ঘটনার শিকার হয়েছে

আরও পড়ুন

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত

দেশের প্রতি দায়িত্ববোধ না থাকলে পরিবর্তন সম্ভব নয় : মীর স্নিগ্ধ

সবাইকে সাথে নিয়ে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুনীর্তিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই : অধ্যক্ষ শাহাবুদ্দিন

অনুপমের বাবার সুরে ‘নীলা’ গান, শ্রোতাদের উচ্ছ্বাস

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় এক ব্যক্তি গুরুতর জখম