ভিডিও মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৫, ০৭:১২ বিকাল

মেসির নতুন চুক্তি, মায়ামিতে থাকবেন ২০২৮ পর্যন্ত

মেসির নতুন চুক্তি, মায়ামিতে থাকবেন ২০২৮ পর্যন্ত

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ পর্যন্ত ক্লাবটিতে থাকছেন তিনি। 

ক্লাবের এক বিবৃতিতে মেসি জানিয়েছেন, ‘এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পটি চালিয়ে যেতে পেরে আমি সত্যিই খুশি। মিয়ামি ফ্রিডম পার্কের এই স্টেডিয়ামে খেলতে পারার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।

মিয়ামিতে আসার পর থেকে আমি খুব খুশি, তাই এখানে কাজ চালিয়ে যেতে পেরে আমি সত্যিই আনন্দিত।’ 

 

ইন্টার মায়ামির সহমালিক ও সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম বলেছেন, মেসির নতুন চুক্তির এই সিদ্ধান্ত ‘শহর, ক্লাব এবং খেলার প্রতি তার প্রতিশ্রুতি’ ফুটিয়ে তোলে। 

এক বিবৃতিতে তিনি বলেন, ‘মেসি এখনো জিততে চান। তিনি খেলাটিকে অনেক ভালোবাসেন এবং তিনি এই দেশে খেলার জন্য অনেক কিছু করেছেন, পরবর্তী প্রজন্মের তরুণ প্রতিভাদের অনুপ্রাণিত করেছেন।

আরও পড়ুন

মালিক হিসাবে এমন একজন খেলোয়াড়কে পাওয়া আমাদের জন্য খুব সৌভাগ্যের।’ 

 

২০২৩ সালের জুলাইয়ে পিএসজি থেকে মায়ামিতে যোগ দেওয়ার পর দলটিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন মেসি। ২০২৩ সালে দলে যোগ দেওয়ার পরই বড় ভূমিকা রাখেন তিনি লিগস কাপ জয়ে, যা ক্লাবটির প্রথম বড় ট্রফি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় জেলে পরিবারের সব খরচই যেন যমুনা নদীর দান

প্রথম দিন আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৭০ রান

তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত

দেশের প্রতি দায়িত্ববোধ না থাকলে পরিবর্তন সম্ভব নয় : মীর স্নিগ্ধ

সবাইকে সাথে নিয়ে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুনীর্তিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই : অধ্যক্ষ শাহাবুদ্দিন

অনুপমের বাবার সুরে ‘নীলা’ গান, শ্রোতাদের উচ্ছ্বাস