সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনে দুলাল–আলম পরিষদের বিজয়
মফস্বল ডেস্ক : রাজধানীর কাওরান বাজারস্থ প্যান প্যাসিফিক ‘সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন’-এর বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে দুলাল–আলম পরিষদ বিপুল ভোটে বিজয় পুনরায় লাভ করেছে।
গত ৯ নভেম্বর (রোববার) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে। ২৭১ জন নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় শতভাগ ভোটার উপস্থিত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দুটি প্যানেল — ‘দুলাল–আলম’ এবং ‘আজম–সাইফুল’ — নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এর আগে ২৯ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
প্রার্থীরা ও প্যানেল পরিচিতি:
‘দুলাল–আলম’ প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুলাল চন্দ্র মজুমদার, আর সাধারণ সম্পাদক পদে ছিলেন মো. শাহ আলম।
অন্যদিকে, ‘আজম–সাইফুল’ প্যানেল থেকে সভাপতি পদে ছিলেন মো. আজম খান, এবং সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম।
দুটি প্যানেলেই দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত অভিজ্ঞ নেতৃবৃন্দ অংশ নেন। সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৯টি পদে পূর্ণাঙ্গ প্রার্থী দেয় উভয় পক্ষ।
বিপুল ভোটে দুলাল–আলম পরিষদের জয়:
মধ্যরাত পর্যন্ত চলে ভোট গণনা। রাত সাড়ে ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
ফলাফল অনুযায়ী, দুলাল–আলম পরিষদের পূর্ণাঙ্গ প্যানেলই বিজয়ী হয়েছে। ইউনিয়নের সদস্যরা ফলাফল ঘোষণার পর উল্লাস প্রকাশ করেন এবং একে “পরিশ্রমী শ্রমিকদের ঐক্যের জয়” বলে মন্তব্য করেন।
নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বিজয়ী সভাপতি দুলাল চন্দ্র মজুমদার বলেন,“এই বিজয় শ্রমিকদের বিশ্বাস ও ঐক্যের প্রতিফলন। আমরা সোনারগাঁও হোটেলের কর্মীদের কল্যাণ ও অধিকার রক্ষায় আরও দৃঢ়ভাবে কাজ করবো।”
সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন,
“আমরা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাব। উন্নত কর্মপরিবেশ ও কল্যাণ তহবিল বৃদ্ধিই হবে আমাদের অগ্রাধিকার।”
ইউনিয়ন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশ—সবকিছুই স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের সদস্যরা জানান, এবারই প্রথমবারের মতো ভোটার তালিকা হালনাগাদ করে ডিজিটাল রেজিস্ট্রেশন সিস্টেমে ভোটার যাচাই করা হয়।
নবনির্বাচিত পরিষদ জানিয়েছে, তারা শ্রমিক কল্যাণ, চিকিৎসা সহায়তা, আবাসন ও প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ করবে। পাশাপাশি শ্রমিকদের জন্য একটি “ওয়েলফেয়ার ফান্ড” গঠন এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চালুর পরিকল্পনাও রয়েছে।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ এই নির্বাচন সোনারগাঁও হোটেলের শ্রমিক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নবনির্বাচিত দুলাল–আলম পরিষদ দায়িত্ব গ্রহণের পর থেকেই শ্রমিকদের প্রত্যাশা—তারা যেন প্রতিশ্রুতি অনুযায়ী সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে পারেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







