কুমিল্লার লাকসামে গণসংযোগকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
কুমিল্লার লাকসামে গণসংযোগকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ রবিবার (৯ নভেম্বর) দুপুরে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে লাকসাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।
আরও পড়ুনঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি বলে নিশ্চিত করেছেন ওসি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









