কুমিল্লার লাকসামে গণসংযোগকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

কুমিল্লার লাকসামে গণসংযোগকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

কুমিল্লার লাকসামে গণসংযোগকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ রবিবার (৯ নভেম্বর) দুপুরে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, লাকসাম-মনোহরগঞ্জ সংসদীয় আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ওই এলাকায় গণসংযোগ চালাতে যান। এ সময় একই আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত আবুল কালামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে লাকসাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, “ঘটনার পরপরই পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি বলে নিশ্চিত করেছেন ওসি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145963