ভিডিও শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৫, ০২:১৫ রাত

সাধারণ ভুলে কমছে ওয়াশিং মেশিনের আয়ু? জেনে নিন সুরক্ষার উপায়

আইটি ডেস্ক : আধুনিক ব্যস্ত জীবনে ওয়াশিং মেশিন এখন আর বিলাসিতা নয়, বরং একটি অপরিহার্য যন্ত্র। প্রতিদিনের কাপড় কাচার ঝামেলা থেকে মুক্তি দিয়ে এটি আমাদের সময় ও শ্রম দুটোই বাঁচায়। কিন্তু সামান্য কিছু ভুল বা অসচেতনতার কারণে এই প্রয়োজনীয় যন্ত্রটি সময়ের আগেই অকেজো হয়ে পড়তে পারে, যার ফলে আপনাকে গুনতে হতে পারে মোটা অঙ্কের মেরামতের খরচ। ওয়াশিং মেশিন দীর্ঘদিন ভালো রাখতে কিছু সাধারণ নিয়ম মেনে চলা জরুরি। সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো ধারণক্ষমতার অতিরিক্ত কাপড় দেওয়া। অনেকেই ভাবেন, একবারে বেশি কাপড় দিলে বিদ্যুৎ ও সময় বাঁচবে। কিন্তু এর ফলে মেশিনের মোটর ও বিয়ারিংয়ের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়, যা এর কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং বড় ধরনের যান্ত্রিক ত্রুটির কারণ হতে পারে। মেশিনের ড্রামের ৭০ থেকে ৮০ শতাংশের বেশি ভর্তি না করাই বুদ্ধিমানের কাজ।

আরেকটি গুরুতর ভুল হলো ভুল ডিটারজেন্ট ব্যবহার করা। সাধারণ সাবান বা হাতে কাপড় কাচার ডিটারজেন্ট ওয়াশিং মেশিনে অতিরিক্ত ফেনা তৈরি করে। এই ফেনা মেশিনের সেন্সরকে ঠিকমতো কাজ করতে দেয় না এবং পানি নিষ্কাশনের পাইপ ও ফিল্টার ব্লক করে দিতে পারে। তাই সবসময় মেশিনের জন্য বিশেষভাবে তৈরি ‘হাই এফিসিয়েন্সি’ বা কম ফেনা হয় এমন ডিটারজেন্ট ব্যবহার করুন।

পানির চাপ কম থাকা বা ট্যাংকে পর্যাপ্ত পানি না থাকলেও মেশিনের ক্ষতি হয়। পানি কম থাকলে কাপড় ঠিকমতো পরিষ্কার হয় না এবং মোটরকে অতিরিক্ত সময় ধরে কাজ করতে হয়, যা এর ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে। এছাড়া, বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রেও সতর্ক থাকা উচিত। ঘন ঘন ভোল্টেজ ওঠানামা করলে মেশিনের পিসিবি বোর্ড (মেশিনের মূল সার্কিট বোর্ড), মোটর বা সেন্সর পুড়ে যেতে পারে। এই ক্ষতি এড়াতে একটি ভালো মানের ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করা অত্যন্ত জরুরি।

মেশিনের নিয়মিত রক্ষণাবেক্ষণও এর আয়ু বাড়াতে সাহায্য করে। মেশিনের ভেতরে থাকা লিন্ট ফিল্টার (যেখানে কাপড়ের আঁশ, চুল ও ময়লা আটকায়) প্রতি সপ্তাহে পরিষ্কার করা উচিত। এটি বন্ধ হয়ে গেলে পানি নিষ্কাশনে সমস্যা হয় এবং ড্রেন পাম্পের ওপর চাপ বাড়ে। একইভাবে, ব্যবহারের পর মেশিনের দরজা অন্তত আধা ঘণ্টা খোলা রাখুন। এতে ভেতরের আর্দ্রতা শুকিয়ে যায় এবং ছত্রাক বা দুর্গন্ধ হওয়ার আশঙ্কা থাকে না।

আরও পড়ুন

মেশিনটি কোথায় রাখছেন, সেটিও গুরুত্বপূর্ণ। স্যাঁতসেঁতে বা ভেজা জায়গায়, যেমন বাথরুমে, ওয়াশিং মেশিন রাখলে এর বাইরের অংশে মরিচা ধরে এবং ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ে। তাই সর্বদা শুকনো, সমতল এবং বাতাস চলাচল করে এমন জায়গায় মেশিনটি স্থাপন করুন।


ওয়াশিং মেশিন একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। শুধুমাত্র ব্যবহারের নিয়ম জানাই যথেষ্ট নয়, এর সঠিক যত্ন নেওয়াও সমানভাবে জরুরি। ওপরের ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলে অনাকাঙ্ক্ষিত খরচ এবং ভোগান্তি দুটোই এড়ানো সম্ভব। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে, কিন্তু এর সর্বোচ্চ সুবিধা পেতে হলে ব্যবহারকারী হিসেবে আমাদেরও কিছুটা দায়িত্বশীল হতে হবে। সামান্য সচেতনতাই আপনার বিশ্বস্ত যন্ত্রটিকে বছরের পর বছর সচল রাখতে পারে।













মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রাম রিলস ভাইরালের সহজ উপায়

সাধারণ ভুলে কমছে ওয়াশিং মেশিনের আয়ু? জেনে নিন সুরক্ষার উপায়

ফ্রিল্যান্সিংয়ের অদৃশ্য দেয়াল পেপাল

বুড়িগঙ্গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী নিয়ে নৌকাডুবি

দুইদিনের ব্যবধানে দুই যুবক লাশ হয়ে ফিরলো তারাগঞ্জের বাড়িতে

গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন জামায়াত প্রার্থী মাজেদুর রহমান