গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন জামায়াত প্রার্থী মাজেদুর রহমান
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. মাজেদুর রহমান। আজ শুক্রবার (৭ নভেম্বর) দিনভর তিনি বেলকা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।
এসময় গ্রামবাসীর সাথে কুশল বিনিময় তিনি। এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং উন্নয়ন বিষয়ক মতবিনিময় ও উঠান বৈঠক করেন। তিনি বলেন, আমি সুন্দরগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চাই। বিশেষ করে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কৃষিপণ্য পরিবহনের সুবিধা, চরবাসীর নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা এবং নদী ভাঙনরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতি আমি অঙ্গীকারবদ্ধ।
আরও পড়ুনএসময় বক্তব্য রাখেন- বেলকা ইউনিয়ন চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এড. মো. আলমগীর হোসাইন, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. সামিউল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহান ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1762502479.jpg)

_medium_1762508102.jpg)
