ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সাবেক এমপি মোশারফ হোসেন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধরাণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোশরাফ হোসেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে তার নিজ বাসভবনে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির নবীন-প্রবীনসহ সর্বস্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এসময় তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির ভাগ্য পরিবর্তনের নির্বাচন। সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণায় উজ্জীবিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশ ও ধানের শীষের পক্ষে আগামী নির্বাচনে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, কেউ দলের ঊর্ধ্বে নয়।
আরও পড়ুনএ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, থালতা মাঝগ্রাম ইউনিয়নের সমন্বয়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্বাস আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী হেলালসহ সর্বস্তরের নেতাকর্মীরা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1762502479.jpg)

_medium_1762508102.jpg)
